Bangladesh Bank Job Circular Today 2023 । ৪৬৮ জন অফিসার নিয়োগ দিবে বাংলাদেশ ব্যাংক

Bangladesh Bank Job Circular 2023 । বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন [ নতুন ]

বাংলাদেশ ব্যাংক প্যানেলে মাধ্যমে রাষ্ট্রায়াত্ত ব্যাংক গুলোতে নিয়োগ প্রদান করা হয়, প্যানেলভূক্ত অফিসারদের বিভিন্ন ব্যাংকে পদায়ন করা হয়-Bangladesh Bank Job Circular Today 2023

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ২টি ব্যাংকে সমন্বিতভাবে একক প্রতিযোগিতামুলক পরীক্ষার মাধ্যমে ২০২১ সাল ভিত্তিক ‘অফিসার (আইটি)’ এর ৪৬৮টি শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/সফটওয়ার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স এন্ড সফটওয়ার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১ (এক) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। গ) কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না ।

বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার ২০২৩ । ২টি ব্যাংকে অফিসার -আইটি পদে নিয়োগ প্রদান করা হবে

 

 

 

৪৬৮ জন অফিসার নিয়োগ দিবে বাংলাদেশ ব্যাংক PDF Download

ব্যাংক অফিসারদের বেতন কত? ব্যাংক অফিসে বেতন ভাতাদি

  • গ্রেড-০১ এর কর্মকর্তাদের ৭৮,০০০/- টাকা নির্ধারিত বেতন পেয়ে থাকেন। সরকারি ব্যাংকে গ্রেড-০১ কর্মকর্তাদের নিয়োগ নেই। তবে রাষ্ট্রায়াত্ব বাণিজ্যিক ব্যাংকে “MD” পদ রয়েছে।
  • গ্রেড-০২ এর কর্মকর্তাদের বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৬৬,০০০/-৭৬,৪৯০/- টাকা বেসিক বেতন পেয়ে থাকেন। এঁরা Executive Director হিসেবে ভূষিত হোন। কিন্তু রাষ্ট্রায়াত্ব বাণিজ্যিক ব্যাংকে DMD/GM পদ রয়েছে।
  • গ্রেড-০৩- বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-০৩ এর কর্মকর্তাদের ৫৬,৫০০/-৭৪,৪০০/- টাকা বেসিক বেতন পেয়ে থাকেন। এ পদের কর্মকর্তারা GM পদবীতে ভূষিত হোন। তবে রাষ্ট্রায়াত্ব বাণিজ্যিক ব্যাংকে DGM নামে পদ রয়েছে।
  • গ্রেড-০৪ – বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-০৪ এর কর্মকর্তাদের ৫০,০০০/-৭১,২০০/- টাকা বেসিক বেতন পেয়ে থাকেন। এ পদের কর্মকর্তারা DGM পদবীতে ভূষিত হোন। আবার অন্যদিকে রাষ্ট্রায়াত্ব বাণিজ্যিক ব্যাংকে AGM নামে পদ রয়েছে।
  • গ্রেড-০৫- বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-০৫ এর কর্মকর্তাদের ৪৩,০০০/-৬৯,৮৫০/- টাকা বেসিক বেতন পেয়ে থাকেন। এ পদের কর্মকর্তারা JD (Join Director) পদবীতে ভূষিত হোন। আবার অন্যদিকে রাষ্ট্রায়াত্ব বাণিজ্যিক ব্যাংকে SPO (Senior Principal Officer) নামে পদ রয়েছে।
  • গ্রেড-০৬ – বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-০৬ এর কর্মকর্তাদের ৩৫,৫০০/-৬৭,০১০/- টাকা বেসিক বেতন পেয়ে থাকেন। এ পদের কর্মকর্তারা DD (Deputy Director) পদবীতে ভূষিত হোন। আবার অন্যদিকে রাষ্ট্রায়াত্ব বাণিজ্যিক ব্যাংকে PO (Principal Officer) নামে পদ রয়েছে।
  • গ্রেড-০৯ – বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-০৯ এর কর্মকর্তাদের ২২,০০০/-৫৩,০৬০/- টাকা বেসিক বেতন পেয়ে থাকেন। এ পদের কর্মকর্তারা AD (Assistant Director) পদবীতে ভূষিত হোন। Senior Officer থেকে Assistant Director পদে পদোন্নতি রয়েছে।
  • গ্রেড-১০ – বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১০ এর কর্মকর্তাদের ২২,০০০/-৫৩,০৬০/- টাকা বেসিক বেতন পেয়ে থাকেন। এ পদের কর্মকর্তারা AD (Assistant Director) পদবীতে ভূষিত হোন। Senior Officer থেকে Assistant Director পদে পদোন্নতি রয়েছে। আবার অন্যদিকে রাষ্ট্রায়াত্ব বাণিজ্যিক ব্যাংকে SO (Senior Officer) নামে পদ রয়েছে।

বেতন ভাতাদি কত?

অফিসার আইটি পদে প্যানেলের মাধ্যমে নিয়োগ প্রদান করে সোনালী ব্যাংক লিঃ ৩০৭টি এবং জনতা ব্যাংক লিঃ ১৬১টি পদে পদায়ন করা হবে। এক্ষেত্রে সরকার নির্ধারিত জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ১৬০০০-১৬৮০০-১৭৬৪০-৩৮৬৪০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা প্রদান করা হবে। এক্ষেত্রে প্রথমে মুল বেতন ১৬ হাজার টাকা ধরা হবে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *