বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বা বিকেকেবি সরকারি কর্মচারীদের কাছে একটি সুপরিচিত প্রতিষ্ঠান। এটি যদি রাজস্বখাতভূক্ত কোন সরকারি প্রতিষ্ঠান নয়। মূলত সরকারি কর্মচারীদের চিকিৎসা, সন্তানের শিক্ষাবৃত্তি, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ইত্যাদি আর্থিক সহায়তা প্রদান করে এ প্রতিষ্ঠানটি। এ প্রতিষ্ঠানটি একটি স্বশাসিত প্রতিষ্ঠান-বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান হতে ১৫০ টাকা পর্যন্ত প্রতিটি কর্মচারী/কর্মকর্তার নিকট হতে চাঁদা গ্রহণের মাধ্যমে আয় করে থাকে। শুধু কর্মচারী নয় কর্মকর্তাদেরও আর্থিক সহায়তা প্রদান করে থাকে। প্রতিষ্ঠানটি স্বশাসিত হলেও এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে গঠিত।
নিয়ােগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বাের্ড কর্তৃক পরিচালিত স্টাফবাস সার্ভিস কর্মসূচি এবং মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নিমােক্ত পদসমূহে সরাসরি নিয়ােগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
কর্মচারী কল্যাণ বোর্ডে চাকরির শর্তাবলী
চাকুরির আবেদন এবং পরীক্ষায় অংশগ্রণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে: ক. ৩১ মে, ২০২২ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৩ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়। খ. ১) আবেদনকারীর পূর্ণ নাম, ২) পিতার নাম, ৩) মাতার নাম, ৪) স্বামী/স্ত্রীর নাম, ৫) স্থায়ী ঠিকানা, ৬) বর্তমান ঠিকানা, ৭) মােবাইল নম্বর, ৮) জন্ম তারিখ, ৯) বয়স (৩১ মে, ২০২২ তারিখে), ১০) জাতীয়তা, ১১) নিজজেলার নাম, ১২) ধর্ম, ১৩) বৈবাহিক অবস্থা, ১৪) শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে), ১৫) ব্যাংক ড্রাফট নম্বর, শাখার নাম ও তারিখ, ১৬) কোটার নাম (প্রযােজ্য ক্ষেত্রে) ইত্যাদি উল্লেখপূর্বক পরিচালক (উন্নয়ন), বাংলাদেশ কর্মচারী কল্যাণ বাের্ড বরাবর আবেদন করতে হবে।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। ঘ. নিয়ােগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশােধন হলে তা অনুসরণ করা হবে। ঙ. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। চ. আবেদনের সাথে সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যােগ্যতার বিষয়টিও উল্লেখ করতে হবে।
ছ, গাড়িচালকদের ক্ষেত্রে হালনাগাদকৃত ভারী/মধ্যম লাইসেন্স এর সত্যায়িত কপি অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। জ, জন্ম সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। ঝ. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে চারিত্রিক সনদপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ঞ. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। ট, সদ্য তােলা পাসপাের্ট সাইজের ০৪ (চার) কপি রঙ্গিন ছবি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রত্যয়ণপূর্বক আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ঠ. আবেদনপত্রের সাথে “মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বাের্ড” শিরােনামে জনতা ব্যাংক হতে গাড়িচালক, টিকেট চেকার, কম্পিউটার অপারেটর কাম প্রশিক্ষিকা, প্রশিক্ষিকা (সেলাই, কাটা-ছাটা, ফুল তােলা ও উলবুনন) পদের জন্য অফেরতযােগ্য ৩০০/- (তিনশত) টাকার এবং বাস হেলপার, মেকানিক হেলপার, ম্যাসেঞ্জার, দারােয়ান পদের জন্য ২০০/- (দুইশত) টাকার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। ড. আবেদনকারীকে খামের উপর অবশ্যই আবেদনকৃত পদ ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গন্য হবে। ঢ. প্রার্থী যে ঠিকানায় প্রবেশপত্র পেতে চান সে ঠিকানা সম্বলিত ৪”x ১০”মাপের ১০ (দশ) টাকার অব্যবহৃত ডাকটিকেটসহ ০১ (এক) টি খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ন, নিয়ােগ সংক্রান্ত বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ত, আবেদনপত্র শুধুমাত্র ডাকযােগে পরিচালক (উন্নয়ন), বাংলাদেশ কর্মচারী কল্যাণ বাের্ড, ১ম ১২ তলা সরকারি অফিস ভবন(১১তলা), সেগুনবাগিচা, ঢাকা-১০০০ বরাবর আগামী ৩১ মে, ২০২২ তারিখ বিকাল ৫.০০ টার মধ্যে গ্রহণ করা হবে। নির্ধারিত তারিখ ও সময় শেষে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না।