Job Exam Result

নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩ । অর্থ বিভাগের অফিস সহায়ক পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে

বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বর্হিভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ – নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩

কি কি কাগজপত্র লাগবে? –সরকারি চাকুরিতে যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদসহ ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও সকল সনদপত্রের সত্যায়িত ০১ (এক) কপি জমা প্রদান করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় কোন প্রকার বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে তাঁর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

অর্থ বিভাগের স্মারক নং- ০৭.০০.০০০০.084.11.001.22- ৮৭৩, তারিখ-২৪/১০/2022 খ্রি. মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিভাগীয় নির্বাচন কমিটির ২৩/০১/২০২৩ তারিখের কার্যবিবরণীতে সুপারিশকৃত নিম্নবর্ণিত প্রার্থীগণকে (মেধার ভিত্তিতে) স্থায়ী শূন্য পদে শর্তসাপেক্ষে অস্থায়ীভাবে নিয়োগ করা হলো। যোগদানকৃত প্রার্থীগণ যোগদানের তারিখ হতে জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর বেতনক্রম ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) এবং সরকারি বিধি অনুযায়ী বেতন ও অন্যান্য আনুষঙ্গিক ভাতাদি প্রাপ্য হবেন।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তির পূর্ব কার্যকলাপ সম্পর্কে পুলিশি প্রতিবেদনের জন্য সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (SB) এর কার্যালয় প্রেরণ করা হবে। পুলিশি তদন্ত প্রতিবেদন সন্তোষজনক না হলে এবং নিয়োগপ্রাপ্ত প্রার্থীর স্থায়ী ঠিকানা সম্পর্কে ভবিষ্যতে কোন প্রকার গরমিল প্রমাণিত হলে কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

অফিস সহায়ক পদে ৫ বছর চাকরি করলেই অফিস সহকারীতে পদোন্নতি পাওয়া যায় / মন্ত্রণালয়ের বিধিমালা প্রযোজ্য হইবে

চাকুরীতে যোগদানকালে তাকে যোগদান পত্রের সাথে ৩০০ (তিনশত) টাকা মূল্যের নন-জুডিসিয়াল ষ্ট্যাম্পে এই মর্মে একটি অঙ্গীকার দাখিল করতে হবে যে, তিনি নিজের বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কোন যৌতুক নিবেন না এবং কোন যৌতুক দিবেন না;

অর্থ বিভাগের ২০তম গ্রেডের অফিস সহায়ক পদের চূড়ান্ত ফলাফল PDF Download

 

চূড়ান্ত পদে যোগদানের ক্ষেত্রে যে শর্ত মানতে হবে । নিয়োগের শর্তাবলী ২০২৩

  1. The Government Servants (Conduct) Rules, 1979 এর ১৩(১) উপবিধি অনুযায়ী তাকে সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী সম্বলিত একটি ঘোষণাপত্র চাকুরিতে যোগদানের সময় জমা দিতে হবে; চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে ছাড়পত্র সংগ্রহ করে যোগদানপত্র দাখিল করতে হবে;
  2. নিয়োগবিধির শর্তানুসারে যোগদানকৃত প্রার্থীগণ ০২ (দুই) বছর শিক্ষানবিস হিসেবে নিয়োজিত থাকবেন; যোগদানকৃত প্রার্থীদের চাকুরি প্রচলিত নিয়ম-নীতি এবং সংশ্লিষ্ট পদের নিয়োগবিধি অনুযায়ী পরিচালিত হবে; চাকুরিতে ইস্তফা প্রদানকালে ০১ (এক) মাসের নোটিশ অথবা ০১ (এক) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে;
  3. চাকুরিতে যোগদানের পরে দাখিলকৃত কোন সনদপত্র/তথ্যাদি পরবর্তীতে অসত্য প্রমাণিত হলে কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে;
  4. এ অফিস আদেশে সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়নি, এরূপ বিষয়ে সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ অনুসারে তাঁর চাকুরি নিয়ন্ত্রিত হবে;
  5. চাকুরিতে যোগদানের জন্য কোন প্রকার টিএ/ডিএ ভাতা প্রদান করা হবে না;
  6. উপরিউক্ত শর্তাবলি পূরণ সাপেক্ষে অফিস সহায়ক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে আগামী ০৯ই ফেব্রুয়ারি তারিখ সকাল ১০.০০ ঘটিকায় অর্থ বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) [দৃ: আ: উপসচিব, প্রশাসন-৪] বরাবর যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে চাকুরিতে যোগদান না করলে তিনি চাকুরিতে যোগদানে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং তাঁর নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
  7. জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডোপটেস্ট কি করতে হবে?

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক নং-৫৮.০০.0000.062.99.00২.১৮.২৪০, তারিখ-১৮/০৯/২০১৮ খ্রি. তারিখ মোতাবেক চাকুরিতে প্রবেশের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড অথবা ক্ষেত্র বিশেষে তৎকর্তৃক মনোনীত কোন মেডিকেল অফিসার কর্তৃক স্বাস্থ্য বিষয়ক মাদকাসক্তি বিষয়ক সনদ (ডোপ টেস্ট) দাখিল করতে হবে।

https://bdservicerules.info/tag/%E0%A6%B8%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *