কুয়েত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ । বোয়েসেলের মাধ্যমে কি কুয়েত যাওয়া যায়?

কুয়েত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ । বোয়েসেলের মাধ্যমে কি কুয়েত যাওয়া যায়?

দক্ষিণ অফ্রিকা, জর্ডান ফিজি ছাড়া কুয়েত যাওয়া যাবে বোয়েসেল অফিসের মাধ্যমে- কোন অতিরিক্ত টাকা ছাড়াই যোগ্যতা প্রমান করে সহজেই কম টাকায় বিদেশ যাওয়া যায় – কুয়েত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

কুয়েত যেতে উচ্চশিক্ষা থাকতে হবে?– হ্যাঁ। প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত ইনিস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রীধারী হতে হবে। কুয়েত গমনের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজী ভাষায় পারদর্শী হতে হবে। পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ২ বছর ৬ মাস থাকতে হবে। প্রার্থীর বয়স অবশ্যই ২৩ থেকে ৩৯ এর মধ্যে হতে হবে।

কুয়েত যেতে অভিজ্ঞতা থাকতে হবে কি? Support (BLS) কোর্স সম্পন্ন করতে হবে। নির্বাচিত প্রার্থীকে GAMCA হতে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট কাজে প্রার্থীর সর্বনিম্ন ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীকে বিএসসি সনদ কুয়েত দূতাবাস, বাংলাদেশ কর্তৃক সত্যায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে। চাকুরির চুক্তি ০১ (এক) বৎসর, যা নবায়নযোগ্য। কাজের সময় প্রতিদিন ০৮ ঘন্টা, সপ্তাহে ০৬ দিন এবং বাৎসরিক ছুটি ৩০ দিন।

কুয়েত কোম্পানি থাকা খাওয়া ও বিমাণ ভাড়াও দিবে? হ্যাঁ। প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা-খাওয়া এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে। চাকুরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে।

সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল এর মাধ্যমে প্রবাসে যাওয়া এখন সহজ ও নিরাপদ । প্রতারিত হওয়ার কোন সুযোগ নেই।

প্রথমত গুগল লিংকে আবেদন করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত হলে বোয়েসেল অফিসে যোগাযোগ করতে হবে।

Caption: Source info

কুয়েত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ । অন্যান্য শর্তাবলি কুয়েতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে

  1. নির্বাচিত প্রার্থীদের অভিবাসন ব্যয় ভ্যাট, ট্যাক্স, ইন্সুরেন্স ফি এবং সার্ভিস চার্জসহ সর্বমোট ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা।
  2. এছাড়াও ভিসা স্ট্যাম্পিং ফি ৭,৩৭০/- (সাত হাজার তিনশত সত্তর) টাকা এবং নন-জুডিশিয়াল স্ট্যাম্প ফি ৫০০/- (পাঁচশত) প্রদান করতে হবে।
  3. আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক (০১) কপি জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং
  4. অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বোয়েসেল হতে প্রদত্ত লিংকে আগামী ০৫.১১.২০২৩ খ্রিস্টাব্দ এর মধ্যে আবেদন দাখিল করতে হবে। আবেদন লিংক: https://forms.gle/mFnUCCgHpZoLG6dF6

কুয়েত যেতে কত টাকা লাগতে পারে?

নির্বাচিত প্রার্থীদের অভিবাসন ব্যয় ভ্যাট, ট্যাক্স, ইন্সুরেন্স ফি এবং সার্ভিস চার্জসহ সর্বমোট ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা। এছাড়াও ভিসা স্ট্যাম্পিং ফি ৭,৩৭০/- (সাত হাজার তিনশত সত্তর) টাকা এবং নন-জুডিশিয়াল স্ট্যাম্প ফি ৫০০/- (পাঁচশত) প্রদান করতে হবে। ভিসা ইস্যুর জন্য নির্বাচিত প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিলের পর প্রার্থী কুয়েত গমনে অনীহা প্রকাশ করলে বোয়েসেল-এ দাখিলকৃত পে-অর্ডার, ভিসা স্ট্যাম্পিং ফি বাজেয়াপ্ত করা হবে। এ বিষয়ে প্রবাস বন্ধু কল সেন্টার ১৬১৩৫ -এ যোগাযোগ করা যেতে পারে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সুদান প্রত্যাগতদের বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেল-কে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না।

Boesl Lebanon Job Notice 2023 । লেবানন এ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন দক্ষিণ কোরিয়া বোয়েসেল বিজ্ঞপ্তি ২০২৩ । দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ কবে ছাড়বে? BOESL Online Registration 2023 । স্পেশাল ইউবিটি: ভিসার মেয়াদের ভেতর স্বদেশে স্বেচ্ছায় ফেরত এসেছে

BOESL Jordan Job Circulars 2023 । জর্ডানে চাকরি পেতে দালাল ছাড়া সরাসরি সাক্ষাতকার দিন

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *