BOESL Online Registration 2023 । স্পেশাল ইউবিটি: ভিসার মেয়াদের ভেতর স্বদেশে স্বেচ্ছায় ফেরত এসেছে

BOESL Online Registration 2023 । স্পেশাল ইউবিটি: ভিসার মেয়াদের ভেতর স্বদেশে স্বেচ্ছায় ফেরত এসেছে

BOESL Special UBT Circular 2023 in Bangladesh – Best Job Circular in Korea – Govt. Service or Private Service- BOESL Online Registration 2023

স্পেশাল ইউবিটি নিবন্ধন ২০২৩ – এইচআরডি কোরিয়া থেকে প্রাপ্ত নিম্নবর্ণিত প্রার্থীদের কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য স্পেশাল ইপিএস টপিক ইউবিটি’তে নিবন্ধনের সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ আগস্ট ২০২৩ খ্রি. সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকার মধ্যে নির্ধারিত নিবন্ধন সাইট http://eps.boesl.gov.bd এ চাহিত তথ্য পূরণ পূর্বক নিম্নবর্ণিত দুই পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করা যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

নির্ধারিত নিবন্ধন ও অনলাইন ফি পরিশোধ সম্পন্ন করে চুড়ান্ত নিবন্ধন: এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ফি ২৮ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি টাকা + (এইচআরডি কোরিয়াতে মার্কিন ডলার প্রেরণের জন্য ব্যাংক চার্জসহ) ৩১০০/- (তিন হাজার একশ) টাকা + নির্ধারিত অনলাইন ফি ৫০০/- (পাঁচশ) টাকা মোট ৩,৬০০/- (তিন হাজার ছয়শ) টাকা + বিকাশ কমিশন ৪১.৪০ (একচল্লিশ টাকা চল্লিশ পয়সা) অফেরতযোগ্য বিকাশ অ্যাপ-এর মাধ্যমে প্রদানসাপেক্ষে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করে কোরীয় ভাষা পরীক্ষার প্রবেশপত্র গ্রহণের জন্য অনুরোধ করা হলো (এইচআরডি কোরিয়া থেকে প্রাপ্ত প্রকাশিত তালিকার ক্রমিক নং ১ থেকে ৭০৪৯ পর্যন্ত প্রার্থীদের জন্য প্রযোজ্য)।

নির্ধারিত নিবন্ধন ফি ব্যতীত অনলাইন ফিসহ রি-সেটেলমেন্ট প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধন: এইচআরডি কোরিয়া কর্তৃক পরিচালিত রি-সেটেলমেন্ট সাপোর্ট প্রোগ্রামে অংশগ্রহণকৃত প্রার্থীদের নিবন্ধন ফি ব্যতীত কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে স্পেশাল ইপিএস টপিক ইউবিটি’তে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইন ফি ৫০০/- (পাঁচশ) টাকা + বিকাশ কমিশন ৫.৭৫ (পাঁচ টাকা পঁচাত্তর পয়সা) বিকাশ অ্যাপ-এর মাধ্যমে প্রদানসাপেক্ষে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করে কোরীয় ভাষা পরীক্ষার প্রবেশপত্র গ্রহণের জন্য অনুরোধ করা হলো (এইচআরডি কোরিয়া থেকে প্রাপ্ত প্রকাশিত তালিকার ক্রমিক নং ৭০৫০ থেকে ৭৩১৩ পর্যন্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য)। উক্ত প্রার্থীদের বোয়েসেল ওয়েবসাইটে প্রকাশিত Beneficiary List-এর কলাম-সি-এ উল্লেখিত পয়েন্ট-এর তথ্যসহ ৫নং পেইজে উল্লিখিত Application for Test fee Exemption and Additional point from’টি পূরণপূর্বক পিডিএফ ফরমেট সংযুক্ত করতে হবে (সর্বোচ্চ ১ মেগাবাইট)। উল্লেখ্য যে, Application for Test fee Exemption and Additional point ফর্মটি পূরণপূর্বক সংযুক্ত করতে কোনো প্রার্থী ব্যর্থ হলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

BOESL  Job Circular 2023 in PDF File / See jobs details in the image attached bellow

Job Terms and conditions are showing here with / You can Save JPF from below the screen.

Caption: Donwload Full Circular and instructions PDF file

স্পেশাল ইউবিটি ২০২৩ । নিবন্ধনের যোগ্যতা কি লাগবে

৪.১। পূনঃ নিয়োগপ্রাপ্ত (রি-এমপ্লয়েড) হওয়ার পর ভিসার মেয়াদের ভেতর স্বদেশে স্বেচ্ছায় ফেরত এসেছে (১.১.২০১০ এর পর) এমন ব্যক্তি (তালিকা সংযুক্ত)
৪.২। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর;
৪.৩। পাসপোর্ট-এর মেয়াদ ২৩ আগস্ট ২০২৩ পর্যন্ত হালনাগাদ থাকতে হবে;
৪.৫। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যামুক্ত হতে হবে;
৪.৬। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
৪.৭। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তিপ্রাপ্ত ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবেন;
৪.৮। দক্ষিণ কোরিয়ায় অবৈধ অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
৪.৯। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
৪.১০। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।
৪.১১। ইমিগ্রেশন আইন (নভেম্বর ২০১৭) সংশোধনের পূর্বে কোরিয়া ত্যাগ করেছে এমন ব্যক্তি ৫বছর বা ততোধিক কাল কোরিয়ায় বাস করে থাকলেও সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকায় নাম থাকতে পারে, তবে এ সব ব্যক্তি নিবন্ধনের অযোগ্য বলে বিবেচিত হবেন। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

Can I pay from mobile banking like bkash?

Online Application Payment – if you apply online that means with help of teletalk website:  Then you can pay from the mobile banking method otherwise you have to make a challan deposited process. Bangladesh’s government makes the challan deposit process easy using the mobile banking method. ঘরে বসে অনলাইনে চালান জমা দেয়ার পদ্ধতি।

Where can we find job exam results or recruitment Notices about BOESL JOB Circular?

Keep your mind calm, we are doing for you. we will inform you about your done exam and you just keep your eye on our website named www.bdjobs24.net. This website and Facebook page will publish all exam results, recruitment results. This is not done enough that you will get your admit card notification, Job exam Date changing notification and all kinds of information about your job.

Job Tag: govt job, Sarkari job, latest govt jobs, government vacancies, government jobs 2023, govt job circular, govt jobs 2023, govt jobs 2023, govt job circular 2023, dme gov bd, private job, private bank jobs, private job circular 2023, private job circular 2023, ific bank job circular 2023, private bank, jobs bank job, standard bank, careers citi careers, world bank jobs, Citibank careers Bangladesh, bank job circular, ific bank career, world bank careers, bank recruitment 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *