www.boesl.gov.bd 2022 । বিনা খরচে বোয়েসেল-এর মাধ্যমে মালয়েশিয়া যাওয়া যাবে!

www.boesl.gov.bd 2023 । বিনা খরচে বোয়েসেল-এর মাধ্যমে মালয়েশিয়া যাওয়া যাবে!

বোয়েসেল একমাত্র সরকারি মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান যা বেসরকারি মালিকানাধীন রিক্রটিং এজেন্সির সাথে প্রতিযোগিতা করে স্বল্প ব্যয়ে স্বচ্ছতার সাথে ন্যূনতম অভিবাসন ব্যয়ে বিদেশে কর্মী প্রেরণ নিশ্চিত করে – www.boesl.gov.bd 2023

মালয়েশিয়া লোক নিবে? – স্পেশাল ওয়ান-অফ রিক্রুটমেন্ট প্রজেক্ট” এর আওতায় বাংলাদেশ হতে বোয়েসেল-এর মাধ্যমে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে প্রায় ১০,০০০ কর্মী প্রেরণের লক্ষ্যে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হতে নোটভারবালের মাধ্যমে অবহিত করা হয়। ইতোমধ্যে ৬ টি কোম্পানি হতে প্রায় ১০০০ কর্মীর চাহিদা পাওয়া গিয়েছে।

বিএমইটির ডাটাবেজ হতে দৈবচয়নের ভিত্তিতে এবং বিভিন্ন জেলায় জবফেয়ারের মাধ্যেমে কর্মীর তালিকা সংগ্রহ করতঃ কোম্পানিগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে কর্মী বাছাই পূর্বক প্রায় ৭০০ কর্মী মালয়েশিয়া প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। স্পেশাল ওয়ান-অফ রিক্রুটমেন্ট প্রজেক্ট” আওতায় বোয়েসেল-এর মাধ্যমে কর্মী প্রেরণে অভিবাসন ব্যয় মাত্র ৪৫,৯২০/- (পয়তাল্লিশ হাজার নয়’শ বিশ) টাকা।

মালয়েশিয়ার অন্যতম বৃহৎ প্লান্টেশন কোম্পানি ইউনাইটেড প্লান্টেশন (ইউপি) হতে এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৫৫০ জন কর্মীর চাহিদা পাওয়া গিয়েছে। মালয়েশিয়া গমন সংক্রান্ত সকল ব্যয় ইউপি কোম্পানিটি বহন করছে। অর্থাৎ সম্পূর্ণ বিনা ব্যয়ে বোয়েসেল-এর মাধ্যমে নির্বাচিত কর্মীদের মধ্যে ২৯ নভেম্বর ২০২২খ্রি. তারিখে ৩০ জনের প্রথম ফ্লাইটটি মালয়েশিয়া গমন করে। ইতোমধ্যে আরও ২টি ফ্লাইটে ৬০ জন কর্মী মালয়েশিয়া গমন করে।

বোয়েসেল কি এবং কিভাবে কাজ করে? / এটি কি সরকারি অর্থায়নের চলে?

বোয়েসেলের প্রধান উদ্দেশ্য হলো স্বচ্ছতার সাথে স্বল্প ব্যয়ে সঠিক কাজে সঠিক কর্মী বিদেশে প্রেরণের মাধ্যমে পারস্পারিক বিশ্বাস স্থাপন, সর্বোৎকৃষ্ট সেবা প্রদান এবং অন্যদের তুলনায় কম ব্যয়ে বিদেশে কর্মী প্রেরণ। বোয়েসেল একমাত্র সরকারি মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান যা বেসরকারি মালিকানাধীন রিক্রটিং এজেন্সির সাথে প্রতিযোগিতা করে স্বল্প ব্যয়ে স্বচ্ছতার সাথে ন্যূনতম অভিবাসন ব্যয়ে বিদেশে কর্মী প্রেরণ নিশ্চিত করে। বোয়েসেল বিদেশী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে স্বল্পতম সময় স্বল্পখরচে স্বচ্ছতার সাথে দ্রুত সেবা প্রদানের মাধ্যমে তাদের সন্তুষ্টির সাথে কাজ করে থাকে।

Caption: Source of Information

www.boesl.gov.bd 2023 । ১৩ ডিসেম্বর 2022খ্রি. এর কর্মসূচি

  • স্থান : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
  • তারিখ: ১৩ ডিসেম্বর ২০২২ খ্রি.
  • কর্মীদের উপস্থিতি: রাত ০৬:৩০ ঘটিকা
  • অতিথিবৃন্দের শুভেচ্ছা বক্তব্য: রাত ০৭:০০ থেকে ০৭:২০ ঘটিকা
  • সম্মানিত সচিব মহোদয়ের বক্তব্য : রাত ০৭:২০ থেকে ০৭:৩০ ঘটিকা
  • মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য : রাত ৭:৩০ থেকে ৭.৪০ ঘটিকা
  • বোর্ডিং পাস সংগ্রহ: রাত ০৮:০০ থেকে ৯.০০ ঘটিকা
  • কর্মীদের বর্হিগমন সম্পন্ন: রাত ০৯:০০ থেকে ১০.০০ ঘটিকা
  • ফ্লাইট ছাড়বে: রাত ১১:২৫ ঘটিকা

সর্বশেষ কবে লোক পাঠিয়েছে বোয়েসেল?

তারই ধারাবাহিকতায় আগামী ১৩ ডিসেম্বর ২০২২ খ্রি. রাত ১১:২৫ ঘটিকায় এয়ার এশিয়ার একটি ফ্লাইটে গমনকারী কর্মীদের বিদায় জানানোর জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ (এমপি) ও সম্মানিত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ড. মল্লিক আনোয়ার হোসেন ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব), বোয়েসেল উপস্থিত থাকবেন।

37 comments

  1. স্যার আমি অতি দারিদ্র্য পরিবারের ছেলে
    পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছি!
    অনেক টাকা লাগে বিদেশ যেতে তাই সাহস করতে পারি না
    আপনাদের এই Status পরে কেমন যেন একটা আশার আলো খুঁজে পাচ্ছি। স্যার মেহেরবানী করে যদি আমার একটা উপকার করেন চির কৃতজ্ঞ থাকবো।

      1. স্যার আমি boesl এর মাধ্যমে ইটালি যেতে চাই।সময়এবং খরচ
        কেমন লাগবে?

  2. motorcycle সার্ভিস কাজে কোন ভিসা আছে কী ? please helpe sir আমি এই কাজে দক্ষ তাই !!

    1. স্যার আমি অতি দারিদ্র্য ঘরে ছেলে, এইচএসসি পাস করে গাড়ি ডাইভার শিখে বসে আছি, আমার বাবা একজন
      পঙ্গু লোক পারিবারিক সদস্য 6 জন্য,
      কোন রকম সংসার চলে, আমি পরিবারের বড় ছেলে, বর্তমান সময়ে মালয়েশিয়া যেতে চাই কিন্তু টাকা অভাবে যেতে পারছি, অনুগ্রহ করে আমাকে একটা ভিশা দেওয়া জন্য সরকারের প্রতি অনুরোধ রইল, আমি এতো ই দরিদ্র যার ঘর ভিটামাটি ও নাই,এই অসহায় পরিবারের জন্য হলেও আমাকে একটা ভিশা দেওয়া হোক 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

        1. ভাই মালের সাথে যেতে চাই কেমনে আবেদন করব কপাল খারাপ হলে যা হয়

          1. প্রথমে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হয় এবং পরবর্তীতে সরাসরি সাক্ষাতকার দিতে হয়।

  3. স্যারআমি অতিদরিদ্য পরিবারের ছেলে পরিবারে খরচ
    চালাতে হিমশিম খাচ্ছি অনেক টাকা লাগে বিদেশ
    যেতে তাই শাহস করতে পারছি না
    আপনাদের এই status দেখে কেমন যেন একটা আশার
    আলো খুঁজে পাচ্ছি। স্যার মেহেরবানী করে যদি
    আমার একটা উপকার করেন তাহলে চির কৃতজ্ঞ
    থাকবো

  4. আসসালামু আলাইকুম স্যার আমি এক জন প্লাস্টিক ফ্যাক্টরি সিনিয়র অপারেটর যদি কোন প্লাস্টিক ফ্যাক্টরি ভিসা থাকে অবশ্যই দয়া করে জানাবেন

  5. আমি মালায়েশিয়াই কনাষ্টাকসন কাজে যেতে আগ্রহী।

  6. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, স্যার আমি বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যেতে চাই আমার ইলেকট্রিক লেভেল ওয়ান সার্টিফিকেট আছে। কতদিন সময় লাগবে কত টাকা লাগবে

  7. স্যার আমি অতি দারিদ্র্য পরিবারের ছেলে
    পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছি!
    অনেক টাকা লাগে বিদেশ যেতে তাই সাহস করতে পারি না
    আপনাদের এই Status পরে কেমন যেন একটা আশার আলো খুঁজে পাচ্ছি। স্যার মেহেরবানী করে যদি আমার একটা উপকার করেন চির কৃতজ্ঞ থাকবো।

      1. স্যারআমি অতিদরিদ্য পরিবারের ছেলে পরিবারে খরচ
        চালাতে হিমশিম খাচ্ছি অনেক টাকা লাগে বিদেশ
        যেতে তাই শাহস করতে পারছি না
        আপনাদের এই status দেখে কেমন যেন একটা আশার
        আলো খুঁজে পাচ্ছি। স্যার মেহেরবানী করে যদি
        আমার একটা উপকার করেন তাহলে চির কৃতজ্ঞ
        থাকবো

      2. স্যার সাবাই বিদেশে যায়।একটি স্বপ্ন নিয়ে, স্বপ্ন,যেমন,আমি একটি গাড়ি,বাড়ি এবং পরিবারের সদস্য সবাই যেনো ভালো থাকে। কিন্তু আমার টা একটু ভিন্ন।টাকা অল্প কিন্তু আসা একটা , ছেলে মেয়ে নিয়ে থাকার জন্য একটু জায়গার দরকার।তাই মনে মনে খুজা খুজি করি, অল্প টাকায় যেন বিদেশ যেতে পারি।যে কোনো দেশে, আল্লাহ যেন সবাই কে হেদায়েত এবং বুঝার তৌফিক দান করেন আমীন।

        1. বোয়েসেলে যোগাযোগ করুন। অল্প টাকায় যেতে পারবেন। তবে কোন কাজে দক্ষতা অর্জন করতে হবে।

      1. ৭১-৭২ ইস্কাটন গার্ডেন

        প্রবাসী কল্যণ ভবন (৪র্থ তলা)

        রমনা, ঢাকা-১০০০

        বাংলাদেশ

  8. স্যার আমি অতি দারিদ্র্য পরিবারের ছেলে
    পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছি!
    অনেক টাকা লাগে বিদেশ যেতে তাই সাহস করতে পারি না,এর আগে আমি দীর্ঘদিন সৌউদী ছিলাম,কিন্তু পরিবারের জন্য কিছু করতে পারি নি।পুলিশ ধরে দেশে পাঠায়ে দিছে।
    আপনাদের এই Status পরে কেমন যেন একটা আশার আলো খুঁজে পাচ্ছি। স্যার মেহেরবানী করে যদি আমার একটা উপকার করেন চির কৃতজ্ঞ থাকবো।

  9. I want go to new Zealand.for work permit visa.but I am 8 pass.i like country.age 36.

  10. আসসালামুয়ালাইকুম স্যার আমি ইতালি যেতে চাই আমাকে যদি আপনি সাহায্য করেন তহলে আমি যেতে পারবো 01642485366 এটা আমার মোবাইল নাম্বার

  11. আমি বিদেশে যেতে চাই যে কোনে কাজ দিলেই হবে, আমি গত ২০১৭-২০১৯ – কাতার মেট্রোরেল প্রোজেক্টে রিগারের কাজ করেছি, এছাড়া ইলেক্ট্রিক হেলপারের কাজও করেছি, এখন আমার বর্তমান আর্থিক ক্ষতির মুখে, আমার অবস্থা খুবই খারাপ আমি সংসারের খরচ শামলাতে খুবই কঠিন হয়ে গেছে দেশের যেই কাজ করি তাতে নুন আনতে পানতা ফুড়াই, বাচ্চাদের লেখাপড়া, পোশাক, চিকিৎসা, এসব কিছুই করতে পারিনা,সব সময় অন্যের কাছে হাত পাতা লাগে,,দয়া করে একটা ব্যবস্থা করে দিতে পারলে আপনাদের কাছে চির ক্রতক্গ থাকতাম।

    1. অনুগ্রহ করে বোয়েসেল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *