Latest

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ২,২৫৮টি নতুন পদ সৃজন, মোট পদের সংখ্যা দাঁড়ালো ৫৯,৭৩৫টি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাংগঠনিক কাঠামোতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে মোট ২,২৫৮টি নতুন পদ সরকারি মজুরি জ্ঞাপন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন পদসমূহের বিভাজন:

নতুন সৃষ্ট এই পদগুলোর মধ্যে ২,২২৬টি (দুই হাজার দুইশত ছাব্বিশ) পদ সৃজন করা হয়েছে ভুরুঙ্গামারী, থানচি ও মেহেরপুর-এর ৩টি বর্ডার গার্ড ব্যাটালিয়নে। এছাড়া বর্ডার গার্ড হাসপাতাল, গুইমারা-তে ৩২টি পদ সৃজন করা হয়েছে।

ব্যাটালিয়নে সৃষ্ট পদ (২,২২৬টি):

  • পরিচালক (লেঃ কর্ণেল/সমমর্যাদা সম্পন্ন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা): ৩টি (গ্রেড-৫) ।
  • অতিঃ পরিচালক (মেজর/সমমর্যাদা সম্পন্ন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা): ৯টি (৩x৩=৯)।
  • উপ-পরিচালক (ক্যাপ্টেন/সমমর্যাদা সম্পন্ন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা): ৯টি (৩x৩=৯)।
  • সহকারী পরিচালক: ৩টি (১x৩=৩)।
  • পুলিশ ইন্সপেক্টর: ৩টি (১x৩=৩)।
  • সুবেদার মেজর (সকল ক্যাটাগরি): ৩টি (১x৩=৩) (গ্রেড-৫) ।
  • সুবেদার (সকল ক্যাটাগরি): ১৮টি (৬x৩=১৮) (গ্রেড-৬) ।
  • নায়েব সুবেদার (সকল ক্যাটাগরি): ৫৭টি (১৯x৩=৫৭) (গ্রেড-৭) ।
  • হাবিলদার (সকল ক্যাটাগরি): ২৪০টি (৮০x৩=২৪০) (গ্রেড-১১) ।
  • নায়েক (সকল ক্যাটাগরি): ২৮৫টি (৯৫x৩=২৮৫) (গ্রেড-১৪) ।
  • ল্যান্স নায়েক (অফিস সহকারী): ১৫টি (৫x৩=১৫) (গ্রেড-১৪) ।
  • ল্যান্স নায়েক (সকল ক্যাটাগরি): ৩২৭টি (১০৯x৩=৩২৭) (গ্রেড-১৬) ।
  • সিপাহী (অফিস সহকারী): ১৫টি (৫x৩=১৫) (গ্রেড-১৬) ।
  • সিপাহী (সকল ক্যাটাগরি): ১,২২১টি (৪০৭x৩=১২২১) (গ্রেড-১৭) ।
  • অসামরিক পদসমূহ (ইমাম/আরটি, হিসাব রক্ষক, উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মিডওয়াইফ, অফিস সহায়ক): ১৫টি।

বর্ডার গার্ড হাসপাতাল, গুইমারা-তে সৃষ্ট পদ (৩২টি):

  • হাবিলদার (সকল ক্যাটাগরি): ৭টি (গ্রেড-১১) ।
  • নায়েক (সকল ক্যাটাগরি): ৫টি (গ্রেড-১৪) ।
  • ল্যান্স নায়েক (সকল ক্যাটাগরি): ৬টি (গ্রেড-১৬) ।
  • সিপাহী (সকল ক্যাটাগরি): ১৪টি (গ্রেড-১৭) ।

বিজিবি-র মোট জনবল:

এই ২,২৫৮টি পদ সৃজনের ফলে বর্ডার গার্ড বাংলাদেশ-এর মোট পদের সংখ্যা ৫৭,৪৭৭টি থেকে বেড়ে ৫৯,৭৩৫টি-তে দাঁড়িয়েছে।

নিয়োগ এবং শর্তাবলি:

এই পদগুলো স্বশস্ত্র বাহিনী হতে প্রেষণে এবং বিভিন্ন নিয়োগ বিধিমালা, যেমন- ‘বর্ডার গার্ড বাংলাদেশ (পোশাকধারী কর্মকর্তা) নিয়োগ বিধিমালা, ২০১৬’, ‘বর্ডার গার্ড বাংলাদেশ (জুনিয়র কর্মকর্তা পদবিধারী বর্ডার গার্ড সদস্য ও সিপাহি) নিয়োগ বিধিমালা, ২০১৭’, এবং ‘বর্ডার গার্ড বাংলাদেশ (অসামরিক কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২১’ অনুযায়ী পূরণযোগ্য হবে। অর্থ বিভাগ কর্তৃক জি. ও. পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে পদসমূহ সৃজিত হবে বলে উল্লেখ করা হয়েছে।

অনুমোদন প্রক্রিয়া:

এই পদ সৃজনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি এবং প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশসহ মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ অনুমোদন রয়েছে।

বিশেষ নির্দেশনা:

আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫ অনুসারে ইলেকট্রিশিয়ান, টেইলার, কার্পেন্টার, প্লাম্বার, বুট মেকার, বাবুর্চি, মেসওয়েটার, মালী ও পরিচ্ছন্নতা কর্মী (অসামরিক) সেবা ক্রয়ের জন্য অর্থ বিভাগে প্রস্তাব প্রেরণের শর্ত দেওয়া হয়েছে।

উপসচিব মোঃ তোফায়েল হোসেন আদিষ্ট হয়ে এই সরকারি মঞ্জুরি জ্ঞাপন করেন।

বিস্তারিত দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *