Job Exam Notice

EPS Ship building Exam Notice 2023 । ইপিএস-এর আওতায় রিক্রুটমেন্ট (শিপবিল্ডিং) ভাষা পরীক্ষার সময়সূচি দেখুন

ইপিএস-এর আওতায় ১০তম পয়েন্ট রিক্রুটমেন্ট (শিপবিল্ডিং) আবেদনকারীদের কোরীয় ভাষা পরীক্ষার ব্যাক্তিভিত্তিক সময়সূচি ঘোষণা করা হয়েছে– EPS Ship building Exam Notice 2023

ইপিএস পরীক্ষায় সময়মত উপস্থিত হতে হবে? – প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই প্রশিক্ষণ আরম্ভ হওয়ার পূর্বে (১ম সেশন 09:20, ২য় সেশন 10:50, ৩য় সেশন 13:20, ৪র্থ সেশন 14:50) পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। এবং পরীক্ষা কক্ষে প্রবেশের পূর্বে বোয়েসেল ব্রিফিং রুমে উপস্থিত হয়ে আইডেন্টিটি চেক করিয়ে নিতে হবে। আইডেন্টি চেক ব্যতীত কেউ পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবে না। আইডেন্টিটি চেক এর সময়সীমা অতিক্রমের পর আর আইডেন্টিটি চেকের সুযোগ থাকবে না, এবং বোয়েসেল অফিসে নির্ধারিত সময়সীমার মধ্যে আইডেন্টিটি চেক না করিয়ে সরাসরি পরীক্ষার হলে এসে প্রবেশ করা যাবে না। ট্রাফিক জ্যাম বা অন্য কোন অযুহাত গ্রাহ্য হবে না। সুতরাং এ ব্যপারে সতর্ক থেকে যথাসময়ে বোয়েসেল এর অফিসের নিচতলায় উপস্থিত থাকতে হবে।

মূল কপি নিয়ে আসতে হবে? পরীক্ষার দিন প্রবাসী কল্যাণ ভবন-এর নিচ তলায় বোয়েসেল কর্তৃক নোটিশ বোর্ড-এ প্রদর্শিত তালিকা থেকে নিজ আসন নম্বর নিশ্চিত হওয়ার পর পরীক্ষার্থীর তালিকায় প্রদর্শিত তথ্য সমূহ চেক করে স্বাক্ষর দিতে হবে। প্রশিক্ষণ’র নির্ধারিত সময় সীমার ভেতর ব্রিফিং রুমে উপস্থিত হয়ে আইডেন্টিটি চেক করিয়ে নিতে হবে। সময়সীমা অতিক্রম করার পর আর কোন অবস্থাতেই আইডেন্টিটি চেক এবং পরীক্ষার্থীর তালিকায় স্বাক্ষর নেয়া হবে না। পরীক্ষার দিন মূল প্রবেশ পত্র ও মূল পাসপোর্ট (যেটি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল) সঙ্গে থাকতে হবে। অন্যথায় পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। কোন প্রকার ফটোকপি বা থানার সাধারণ ডায়েরি (জিডি) কপি ইত্যাদি গ্রহণ করা হবে না।

ইপিএস এর আওতায় শুধুমাত্র শিপ বিল্ডিং প্রার্থীদের পরীক্ষা নেয়া হবে / জ্যাম বা অন্যকোন অজুহাতে কোনভাবে দেরি বা বিলম্বে উপস্থিত হওয়া যাবে না

EPS Ship building Exam Notice 2023 । ইপিএস-এর আওতায় রিক্রুটমেন্ট (শিপবিল্ডিং) ভাষা পরীক্ষার সময়সূচি দেখুন

ইপিএস-এর আওতায় রিক্রুটমেন্ট (শিপবিল্ডিং) ভাষা পরীক্ষার প্রার্থী লিস্ট ২০২৩

ইপিএস এক্সাম নিয়ম । পরীক্ষার রীতিনীতি অনুসরণ করতে হবে

  1. পরীক্ষার কক্ষে প্রবেশ করার পর পরীক্ষা সমাপ্ত না হওয়া পর্যন্ত আসন ত্যাগ করা যাবে না।
  2. পরীক্ষার দিন মোবাইল ফোন, ক্যামেরা, কলম সহ কোন প্রকার ডিজিটাল যন্ত্র বা সরঞ্জাম সাথে আনা যাবে না। এসব দ্রব্য সমূহ সঙ্গে থাকলে ব্রিফিং রুম থেকে পরীক্ষার হলে যেতে দেয়া হবে না।
  3. পরীক্ষার সময় মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি অসদুপায় অবলম্বনে সহায়ক সরঞ্জাম পরীক্ষার্থীর নিকট পাওয়া গেলে পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে।

কোন অসদুপায় অবলম্বন করা যাবে?

না। যে কোন প্রকার অসদুপায় অবলম্বন করলে বহিষ্কার করা হবে এবং পরবর্তী ২ বছর পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। সকল পরীক্ষার্থীকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। মাস্ক পরিধান ছাড়া কোনো অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না ।

https://bdjobs24.net/boesl-registration-2022-korea-%e0%a5%a4-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8b%e0%a7%9f/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *