State Owned Companies

Eastern Refinery Limited Job Circular 2022 । তেল শোধনাগার কোম্পানি লোক নিবে

সারা দেশে সব ধরনের তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসাবে এই একটি কোম্পানিই কাজ করে – বিপিসি হচ্ছে এ কোম্পানি নিয়ন্ত্রক সংস্থা– Eastern Refinery Limited Job Circular 2022

বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার কোম্পানি –ইস্টার্ন রিফাইনারি লিমিটেড হল বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার। কোম্পানি আইন ১৯১৩ (সংশোধিত, ১৯৯৪) অনুযায়ী এ প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়। একদল পাকিস্তানি শিল্প-উদ্যোক্তা ১৯৬৩ সালে এ প্রকল্পটির উদ্যোগ নেয় এবং চট্টগ্রাম শহরের প্রান্তে কর্ণফুলি নদীর তীরে ১৫ কোটি ১৭ লক্ষ টাকা প্রারম্ভিক ব্যয়ের মাধ্যমে এ পরিশোধনাগারটি প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সাল থেকে পরিশোধন কেন্দ্রটিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড তাদের নিজস্ব পরিশোধন ইউনিটের মাধ্যমে অপরিশোধিত তেল শোধিত করে থাকে। এই শোধনাগারে আরও রয়েছে অনুঘটক পুনর্গঠন ইউনিট, এ্যাসফালটিক বিটুমিন প্ল্যান্ট এবং মৃদু হাইড্রোক্রাকিং ইউনিট। এটি ২০১৫ সালে সেরা সরকারী প্রতিষ্ঠান নির্বাচিত হয়।

এই তৈল শোধনাগার ১৯৬৩ সালে পূব পাকিস্তান শিল্প পরিকাঠামো উন্নয়ন সংস্থা (৩৫%), বার্মা ওয়েল কর্পোরেশন(৩০%) ও বাকি অংশ বেসরকারি সহায়তায় গড়ে তোলা হয়।[২] এরপর ১৯৮৫ সালে ১০০% শেয়ার সরকার নিয়ন্ত্রণে নেয়।

এই তৈল শোধনাগারে ১৬ রকম প্রেট্রোলিয়াম দ্রব্য উৎপাদিত হয়। এর মধ্যে প্রধান হল – এলপিজি, কেরসিন, ডিজেল, বিমানের জ্বালানি ইত্যাদি। প্রথমে এই তৈল শোধনাগাড়ের উৎপাদন ক্ষমতা ছিল অনেক কম। পরে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে তেল শোধনাগারটির উৎপাদন ক্ষমতা বাড়িয়ে করা হয়েছে প্রায় ৩ এমএমটিপি। এই শোধনাগারটিতে খনিজতেল আনা হয় প্রধানত মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলি থেকে। আমদানি করা তেল জাহাজ থেকে দ্রুত ও সশ্রয়ীভাবে খালাস করার জন্য গভীর সমুদ্র থেকে ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত দুই পাইপলাইনের সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) নির্মাণ করছে সরকার।

ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড / বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-এর একটি অঙ্গ প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদনের শেষ তারিখ ১৭ আগস্ট ২০২২

Caption: Eastern Refinery Limited Job Circular 2022 । তেল শোধনাগার কোম্পানি লোক নিবে

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে যে সকল পদে লোক নিবে সরকার

  1. মেডিকেল অফিসার
  2. লিগ্যাল এন্ড এস্টেট অফিসার
  3. সিকিউরিটি অফিসার
  4. কোয়ালিটি কন্ট্রোল অফিসার
  5. স্টোর অফিসার

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড কোম্পানি কি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-এর অঙ্গ প্রতিষ্ঠান ও দেশের একমাত্র জ্বালানি তেল শােধনাগার ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড। এ প্রতিষ্ঠানে অস্থায়ী ভাবে কিছু সংখ্যক পদসমূহে নিয়ােগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

Eastern Refinery Limited Job Circular 2022 । তেল শোধনাগার কোম্পানি লোক নিবে: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *