CRMC Job Circular 2023 । কাস্টমস ডিপার্টমেন্টে চাকরির সুযোগ

CRMC Job Circular 2023 । কাস্টমস ডিপার্টমেন্টে চাকরির সুযোগ

অর্থমন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে চাকরির সুযোগ  – কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট, ঢাকা অফিসে লোক নেয়া হবে – CRMC Job Circular 2023

অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্মারক নং-০৮.00.0000.038.11.021.২২.৩২৪, তারিখঃ ১৮/১০/২০২২ খ্রিঃ, ০২ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট, ঢাকা এর ১৩তম থেকে ২০তম গ্রেডের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে শর্তসাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে ( https://alljobs.teletalk.com.bd/crmc বা http://crmc.teletalk.com.bd ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন। কোন প্রার্থী একাধিক পদে আবেদন করলে তার সকল আবেদন বাতিল করা হবে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি বিভাগ। সরকারের নির্দেশে অর্থ মন্ত্রণালয় পূনর্গঠনের দ্বারা ২১ এপ্রিল ১৯৭৯ তারিখের ৪/৫৯/৭৯ নং প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিভাগ প্রতিষ্ঠা করা হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কার্যক্রম নিম্নরুপ:

CRMC Job Circular 2023 । কাস্টমস ডিপার্টমেন্টে চাকরির সুযোগ এসেছে

সাঁটলিপিতে ইংরেজী ও বাংলায় যথা ক্রমে প্রতিমিনিটে ৮০ ও ৫০ শব্দের গতিসম্পন্ন হতে হবে এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজীতে ৩০ ও বাংলায়-২৫ শব্দের গতিসম্পন্ন হতে হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।

কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন।

এ ডিপার্টমেন্টের প্রধান কার্যাবলী

  • সরকারের অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধি করা।
  • প্রযোজ্য সকল ট্যাক্স, কাস্টমস ডিউডিস ও ফিস ইত্যাদি সংক্রান্ত যাবতীয় কাজ।
  • লটারী সংক্রান্ত যাবতীয় কাজ।
  • অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা এবং কর সংক্রান্ত সকল কমিটি এবং কমিশন সংক্রান্ত র্কাযক্রম।
  • জাতীয় সঞ্চয় সংক্রান্ত যাবতীয় কাজ।
  • স্ট্যাম্প ডিউডি সংক্রান্ত যাবতীয় র্কাযাবলী।
  • সকল প্রকার স্ট্যাম্প সরবরাহ এবং বিতরন ও স্ট্যাম্প এ্যাক্ট সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।
  • অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোন কার্যাবলী।
  • বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের যাবতীয় প্রশাসনিক কার্যাদি।
  • বিসিএস (কর) ক্যাডারের যাবতীয় প্রশাসনিক কার্যাদি।
  • আর্থিক বিষয়াদিসহ সচিবালয়ের প্রশাসনিক কাজ।
  • জাতীয় রাজস্ব বোর্ড, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনাল ও ট্যাকসেস আপীলাত ট্রাইব্যুনাল এর যাবতীয় প্রশাসনকি কাজ।
  • এ বিভাগের সাথে সম্পৃক্ত আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে চুক্তি সম্পাদন।
  • এ বিভাগের উপর আরোপিত যাবতীয় আইন প্রণয়ন।
  • এ বিভাগের উপর অর্পিত তদন্ত এবং পরিসংখ্যান সংক্রান্ত যাবতীয় কাজ।
  • র্কোট ফি ব্যতীত এ বিভাগের উপর অর্পিত যে কোন বিষয়ের ফিস সংক্রান্ত যাবতীয় র্কাযাবলী।

কম্পিউটার পোস্টে গতি কত?

কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজীতে-৩০ ও বাংলায়-২৫ শব্দের গতিসম্পন্ন হতে হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রী, তবে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তৎসহ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি নিম্নরূপ হতে হবে।

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *