All Govt Job CircularsNew Jobs Circular 2024

BPSC NON Cadre Job Circular 2023 । বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি

পিএসসি বিভিন্ন পদে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে নন ক্যাডার পদে নিয়োগ দিবে – বিপিএসসি’র মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন করা হবে – BPSC NON Cadre Job Circular 2023

লিখিত পরীক্ষা হবে? – লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস এবং নন-ক্যাডার পরীক্ষা নীতিমালা কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাবে। লিখিত পরীক্ষায় উত্তর প্রদানের ভাষা : বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট ভাষাতে লিখতে হবে। অন্যান্য বিষয়ের প্রশ্নের উত্তর বাংলা বা ইংরেজি-এর যেকোন একটি’তে লেখা যাবে। একটি বিষয়ের উত্তরে উভয় ভাষা ব্যবহার করা যাবে না তবে Technical শব্দসমূহ ইংরেজিতে লেখা যাবে। কোন বিষয়ের প্রশ্নপত্রে অন্য কোনরূপ নির্দেশ থাকলে উক্ত বিষয়ের ক্ষেত্রে ঐ নির্দেশ অনুযায়ী প্রশ্নোত্তর লিখতে হবে। এই বিজ্ঞপ্তিতে যেসকল শর্ত আরোপ করা হয়েছে তা আবেদনপত্র (BPSC Form-5A) এর কোনো শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে এই বিজ্ঞপ্তির শর্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তবে কোন বিষয় অনুল্লিখিত থাকলে অথবা ব্যাখ্যার প্রয়োজন হলে কমিশন এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করবে।

প্রার্থীকে অবশ্যই মৌখিক পরীক্ষার বোর্ডে অতিরিক্ত ০১(এক) সেট BPSC Form- 5A ( Applicant’s Copy) অনুচ্ছেদ ৯ এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যাদি সহ জমা দিতে হবে। প্রত্যেক ডকুমেন্টের উপর অবশ্যই প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। শিক্ষাগত যোগ্যতার সকল মূল অথবা সাময়িক সনদ, অভিজ্ঞতা সনদের মূলকপি (প্রযোজ্য ক্ষেত্রে), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত সর্বশেষ সার্কুলার অনুযায়ী মুক্তিযোদ্ধার বয়সের প্রমাণক / ডকুমেন্টসের মূল কপি (প্রযোজ্য ক্ষেত্রে), প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জারীকৃত প্রতিবন্ধী সনদ/পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) Applicant’s Copy (BPSC Form-5A) এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই দাখিল করতে হবে। সরকারি/ আধাসরকারি/স্বায়ত্তশাসিত/স্থানীয় সংস্থায় চাকুরিরত প্রার্থীদেরকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে প্রার্থীদের নামে কোন সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না।

অনলাইনে রেজিস্ট্রেশনকালে ডাউনলোডকৃত প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। প্রার্থীদের অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বিপিএসসি এর ওয়েবসাইট নিয়মিতভাবে ভিজিট করতে হবে। এছাড়া কর্ম কমিশন সচিবালয়ে অফিস চলাকালিন সময়ে ৫৫০০৬৮৩৪ এবং 5500665৭ টেলিফোন নম্বরে যোগাযোগ করে তথ্য জানা যাবে ।

আবেদনপত্র অনলাইনে পূরণ, এসএমএস এর মাধ্যমে ফি জমাদান এবং প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশাবলি এবং অন্যান্য পালনীয় বিষয়সমূহ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের Web address: www.bpsc.gov.bd এবং টেলিটকের Web address : http://bpsc.teletalk.com.bd এ পাওয়া যাবে।

অনলাইনে একাধিক পদে আবেদন করা যাবে / সকল তথ্য অনলাইনে সময় মত প্রকাশ করা হবে

আবেদনের লিংকঃ http://bpsc.teletalk.com.bd/ncad/ । আবেদনের শেষ তারিখঃ ৭ মার্চ ২০২৩

BPSC NON Cadre Job Circular 2023 PDF Full Download

BPSC NOn Cadre Job Circular 2023 । বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (bpsc) এর অধীনে বাংলাদেশ রেলওয়েতে প্রকৌশল শাখায় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

  1. বিভিন্ন পদ নিয়োগ করা হবে।
  2. আবেদন ফি প্রত্যেক পদের জন্য আলাদা ভাবে ৫০০/- টাকা করে
  3. রেলওয়ের পদে শুধুমাত্র ডিপ্লোমা ডিগ্রী
  4. HSC,HSC,অনার্স, মাস্টার্স কেউ আবেদন করতে পারবেন না।
  5. আবেদন শুরু ৯ ফেব্রুয়ারি ২০২৩

পরীক্ষা কি এমসিকিউ হবে?

৯ম, ১০ম, ১১তম ও ১২তম গ্রেডের নন-টেকনিক্যাল পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থী সংখ্যা ১০০০ এর বেশি হলে লিখিত পরীক্ষার পূর্বে ১০০ নম্বরের MCQ ধরনের বাছাই পরীক্ষা গ্রহণ করা হবে। বাছাই পরীক্ষা [MCQ Type] : প্রার্থীদেরকে ১০০ (একশত) নম্বরের Multiple Choice Question (MCQ) ধরনের বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় মোট ১০০ (একশত)টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন; ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। পরীক্ষার পূর্ণ সময় ১ ঘণ্টা।বাংলা-২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)-২৫, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ের-২৫ নম্বরসহ সর্বমোট ১০০ নম্বরের প্রশ্ন করা হবে। MCQ Type বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *