বিসিএস ট্রাই করার পূর্বে অবশ্যই প্রস্তুতি সম্পন্ন করুন- অন্য যে কোন পরীক্ষা থেকে এটি কঠিন এবং ব্যতিক্রম হয়ে থাকে – 46 BCS Circular pdf Download
কত নম্বর পেলে বিসিএস পাশ হয়? পিএসসি প্রার্থীদের লিখিত পরীক্ষার সংগৃহীত নম্বর (লিখিত ৯০০ নম্বরের মধ্যে) এবং মৌখিক পরীক্ষার সংগৃহীত নম্বরের (২০০ নম্বরের মধ্যে) উপর ভিত্তি করে চূড়ান্ত যোগ্যতা নির্ধারণ করে। পূর্বে ৫৫% শতাংশ প্রার্থী প্রচলিত কোটা পদ্ধতি অনুসারে এবং ৪৫% শতাংশ প্রার্থী মেধা অনুসারে বাছাই করা হত। বর্তমানে শতভাগ প্রার্থী মেধা অনুসারে বাছাই করা হচ্ছে। পিএসসি যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ সুপারিশ করে। এরপর মন্ত্রণালয় পর্যায়ক্রমে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন এবং এনএসআই ভেরিফিকেশন শেষে তাদের নাম গেজেট আকারে প্রকাশ করে। সাধারণত এ প্রক্রিয়া সম্পন্ন হতে এক থেকে দেড় বছর সময় লাগে।
বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা কি? উচ্চ মাধ্যমিক পাসের পর চার বছরের অনার্স পাস হলেও বিসিএস পরীক্ষায় আবেদন করা যায়। কেউ যদি তিন বছরের অনার্স বা পাস কোর্সে পড়ে থাকে তাহলে তাকে অবশ্যই মাস্টার্স পাস হতে হবে। শিক্ষা জীবনে একের অধিক তৃতীয় শ্রেণি (3rd Class) থাকলে বিসিএস পরীক্ষায় আবেদনের অযোগ্য। প্রাথমিক পরীক্ষা ২০০ নম্বরের হয়। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর যোগ করা হয়। কিন্তু একটি ভুল উত্তরের জন্য মোট নম্বর থেকে ০.৫ নম্বর করে কাটা হয়। ১০ টি বিষয়ের উপর নৈর্বক্তিক প্রশ্ন থাকে। সময় থাকে মাত্র ২ ঘণ্টা। Bangladesh Civil Service Recruitment Rules 1981 বিসিএস নিয়োগ বিধিমালা ১৯৮১
নিয়োগ পেলে প্রাথমিক বেতন কত? জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০/- বেতনক্রমে একজন বিসিএস কর্মকর্তার প্রাথমিক মূল বেতন ২২০০০ টাকা ধরা হয়েছে। তার বেতন ভাতাদি একই স্কেলে সর্বোচ্চ বেড়ে ৫৩০৬০ টাকা হতে পারবে। সিলিংয়ে পৌছে গেলে আর বেতন বাড়বে না। তবে পদোন্নতির সাথে সাথে তার গ্রেড ৯ থেকে ৩য় বা ৪র্থ গ্রেডেও চলে আসতে পারে। তো চলুন চাকরি জীবনের শুরুতে তিনি কত টাকা বেতন পেতে পারে তার একটি স্বারণি আমরা দেখে নিই। বিসিএস ক্যাডার বেতন স্কেল ২০২৩
সাক্ষাৎকার পত্র বিসিএস ৪৬ । বিসিএস পরীক্ষা । 46th bcs circular 2023
বিসিএস পরীক্ষা বা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা হল দেশব্যাপী পরিচালিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা যা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কর্তৃক বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস (প্রশাসন), বিসিএস (কর), বিসিএস (পররাষ্ট্র) ও বিসিএস (পুলিশ) সহ ২৬ পদে কর্মকর্তা নিয়োগের জন্য পরিচালিত হয়।
৪৬ তম বিসিএস সার্কুলার pdf Download করুন
বিসিএস পরীক্ষা ২০২৩ । বিসিএস পরীক্ষায় পাশ করলে বেতন কেমন পাওয়া যায়?
- জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বিসিএস ক্যাডারদের বেতন হয় ৯ম গ্রেডে।
- ৯ম গ্রেডের মূল বেতন বা বেসিক (basic) হচ্ছে ২২ হাজার টাকা তবে ক্যাডারগণ শুরুতেই একটি এনক্রিমেন্ট (মূল বেতনের ৫%) পান তাই তারা বেতন পান ২৩,১০০ টাকা।
- এখানেই শেষ নয় Technical cadre যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষি ক্যাডার বা সাধারণ শিক্ষা ক্যাডারদের অনার্স বা মাস্টার্সে যদি প্রথম শ্রেণি থাকে তাহলে আরও একটি ইনক্রিমেন্ট পেয়ে সেটা দাঁড়ায় ২৪,২৫৫ টাকা তবে রাউন্ড আপ হিসাবে ২৪,২৬০ টাকা প্রদান করা হয়।
- যদি তাদের দুইটিতেই দ্বিতীয় শ্রেণি থাকে তাহলে তারা ১টি ইনক্রিমেন্ট পাবেন।
- এমনকি যথেষ্ট প্রাতিষ্ঠানিক যোগ্যতা থাকলে বিসিএস ক্যডার ডাক্তারগণ ২৫,০০০ টাকা বেসিক অর্থাৎ তিনটি ইনক্রিমেন্টও পেতে পারেন।
- তবে এটা মূল বেতন বা বেসিক (Basic Salary); এর সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া আর চিকিৎসা ভাতা। বাড়ি ভাড়া পোস্টিং এর উপর নির্ভর করে।
- একটি ইনক্রিমেন্টের ক্ষেত্রে ঢাকা সিটি করপোরেশন এলাকায় পোস্টিং হলে সেটা হবে ৫৫% = ১২,৭০৫ টাকা।
- যদি অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় পোস্টিং হয় তাহলে হবে ৪৫% = ১০,৩৯৫ টাকা এবং অন্যান্য এলাকায় কর্মস্থল হলে বিসিএস ক্যাডারদের বাড়ি ভাড়া ভাতা হবে ৪০% = ৯,২৪০ টাকা । এর সাথে যুক্ত হবে চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা।
বিসিএস ক্যাডার হওয়া কি আসলেই কঠিন?
বিসিএস প্রিলিমিনারি,রিটেন,ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সার্কুলারে থাকা নির্দিষ্ট সংখ্যক পদে যারা নিয়োগ পান তাদের বলা হয় ক্যাডার । প্রিলিমিনারি,রিটেন,ভাইভা তে উত্তীর্ণ হয়েও যারা পদ পান না তাদের বলা হয় নন-ক্যাডার। সাধারণত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে পদ খালি থাকা সাপেক্ষে নন-ক্যাডার দের সিরিয়াল অনুযায়ী পরবর্তীতে নিয়োগ দেওয়া হয় ।