All Govt Job CircularsNew Jobs Circular 2024

রাজস্ব খাতে লোকবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর । National Museum Job Circular 2022

Recruitment of Banglaesh National Museum Job Circular 2022 বাংলাদেশ জাতীয় যাদুঘর অধীনস্থ আহসান মঞ্জিল যাদুঘর, ওসমানী জাদুঘর, জিয়া সৃতি জাদুঘর, এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা জাদুঘর এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় জাদুঘর এর ৩৫ টি পদে মোট ১০৫ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে মেধাভিত্তিক নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও এখানে আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখে আবেদন করুন।

Deadline: 13-07-2022

🇧🇩নিয়োগ বিজ্ঞপ্তি🇧🇩
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জাতীয় যাদুঘর।

পদের সংখ্যা: ৩৫ টি পদে মোট ১০৫ জনকে নিয়োগ দেবে।

(ক) বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকারঃ
০১। পদের নাম: হিসাব রক্ষণ কর্মকর্তা। পদসংখ্যা ০১

০২। পদের নাম: উধর্বতন ফটোগ্রাফার। পদসংখ্যা ০১

০৩। পদের নাম: প্রকাশনা অফিসার। পদসংখ্যাঃ ০১

০৪। পদের নাম: সহকারী প্রশাসনিক কর্মকর্তা। পদসংখ্যা ০১

০৫। পদের নাম: সহকারী পরিকল্পনা উন্নয়ন অফিসার। পদসংখ্যা ০১

০৬। পদের নাম: রেপ্লিকা ম্যানুফেকচারার। পদসংখ্যা ০১

০৭। পদের নাম: প্রদর্শক প্রভাষক। পদসংখ্যা ০২

০৮। পদের নাম: রেজিষ্ট্রেশন সহকারী। পদসংখ্যা ০১

০৯। পদের নাম: সহকারী লাইব্রেরিয়াান কাম-ক্যাটালগার। পদসংখ্যা ০১

১০। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা ০১

১১। পদের নাম: হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা: ০১

১২। পদের নাম: ইলেক্ট্রিশিয়ান। পদসংখ্যা: ০১

১৩। পদের নাম: পাম্প মিস্ত্রি / অপারেটর। পদসংখ্যা ০১

১৪। পদের নাম: প্লাম্বার। পদসংখ্যা: ০১

১৫। পদের নাম: লিফট অপারেটর। পদসংখ্যা: ০১

১৬। পদের নাম: মেইন অডিটোরিয়াম এ্যাটেনডেন্ড। পদসংখ্যা: ০১

১৭। পদের নাম: চিলড্রেন অডিটোরিয়াম এ্যাটেনডেন্ট। পদসংখ্যা: ০১

১৮। পদের নাম: অফিস সহায়ক। পদসংখ্যা: ১৪

১৯। পদের নাম: নিরাপত্তা প্রহরী। পদসংখ্যা: ৪৩

২০। পদের নাম: মালি। পদসংখ্যা: ০৪

২১। পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী। পদসংখ্যা: ০৩

(খ) আহসান মঞ্জিল জাদুঘর, ঢাকাঃ
০১। পদের নাম: কীপার। পদসংখ্যা: ০১

০২। পদের নাম: হিসাবরক্ষক। পদসংখ্যা: ০১

০৩। পদের নাম: অভ্যর্থনাকারী। পদসংখ্যা: ০১

০৪। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা: ০১

০৫। পদের নাম: অফিস সহায়ক। পদসংখ্যা: ০১

০৬। পদের নাম: নিরাপত্তা প্রহরী। পদসংখ্যা: ০৫

০৭। পদের নাম: মালি। পদসংখ্যা: ০২

(গ) জিয়া সৃতি জাদুঘর, চট্টগ্রামঃ
০১। পদের নাম: লাইব্রেরী এ্যাটেনডেন্ট। পদসংখ্যা ০১

০২। পদের নাম: অফিস সহায়ক। পদসংখ্যা: ০১

০৩। পদের নাম: নিরাপত্তা প্রহরী। পদসংখ্যা: ০২

০৪। পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী। পদসংখ্যা: ০২

(ঘ) শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, ময়মনসিংহঃ
০১। পদের নাম: নিরাপত্তা প্রহরী। পদসংখ্যা: ০১

০২। পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী। পদসংখ্যা: ০১

(ঙ) ওসমানী জাদুঘর সিলেটঃ
০১। পদের নাম: অফিস সহায়ক/ প্রহরী। পদসংখ্যা ০৩

আবেদনের বয়স: ০৯-০৬-২০২২ তারিখ ১৮ থেক ৩০ এবং মুক্তিযোদ্ধা/ বীরমুক্তিযোদ্ধা/ প্রতিবন্ধীদের সন্তানদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন শুরু: ১৪-০৬-২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইট: http://bnm.teletalk.com.bd এই সাইট আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৩-০৭-২০২২ তারিখ বিকাল ০৫:০০ টার মধ্যে আবেদন করতে পারবেন।

Apply Online

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *