জর্ডানে যাওয়ার সুযোগ, স্বল্প খরচে আপনি জর্ডানে যেতে পারবেন – বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে জর্ডান যেতে পারবেন – সরকারি ভাবে জর্ডানে গার্মেন্টস কর্মী নিয়োগ ২০২৪
বোয়েসেলের মাধ্যমে কর্মী নিয়োগ ২০২৪ – বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বোয়েসেলের কোন এজেন্ট/ সাব এজেন্ট/ দালাল বা প্রতিনিধি নেই। স্বল্প খরচে সরকারি ভাবে জর্ডানে গার্মেন্টস এ দক্ষ মহিলা কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার নেয়া হবে। যেহেতু থার্ড পার্টি জড়িত নয় তাই কম খরচে ফেয়ারভাবে বিদেশ যাওয়া যাবে।
বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ কি পরিমাণ হবে? নির্বাচিত মহিলা মেশিন অপারেটরদের মেডিক্যাল ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা এবং ফিঙ্গার প্রিন্ট বাবদ ২২০/- (দুইশত বিশ) টাকা । উল্লিখিত পরিমাণ ব্যাতিত অন্য কোথাও কোন প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই।
সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে? (১) ৪ (চার) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (২) মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ০১ (এক) সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি (৩) বর্তমান অফিসের পরিচয়পত্র / হাজিরা কার্ড (৪) শিক্ষাগত / অভিজ্ঞতার সনদ (যদি থাকে) । এসব কাগজপত্র নিয়েই দেখা করতে হবে।
মহিলা মেশিন অপারেটর (Female Machine Operator) পদে লোক নেয়া হবে / মাসিক মূল বেতন ১২৫ জেডি অর্থাৎ যেখানে 1 JD = 149 taka
প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ১৮-৩৯ এর মধ্যে হতে হবে।
Caption: Click Here
জর্ডানে চাকরির ক্ষেত্রে কি কি বিষয় মানতে হবে? চাকরির শর্তাবলি
- দৈনিক ৮ (আট) ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ (ছয়) দিন এবং ওভার টাইম (স্বেচ্ছাধীন)।
- চাকরির চুক্তি ৩ (তিন) বৎসর (নবায়ন যোগ্য)।
- নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে।
- চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবে।
- অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
- যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তারা নিয়োগের অনুপযুক্ত হবে ।
- প্রার্থীদের অবশ্যই কমপক্ষে তিনটি (০৩) মেশিন চালনায় পারদর্শী হতে হবে।
- ইতিমধ্যে যারা জর্ডানে ছিলেন তাদের ইন্টারভিউ দেয়ার জন্য উপস্থিত হবার প্রয়োজন নেই ।
যোগাযোগের শেষ তারিখ কবে?
আগ্রহী প্রার্থীদের উল্লিখিত কাগজপত্র সহ আগামী ১৬/০২/২০২৪ শুক্রবার সকাল ০৮:০০ টায় সাক্ষাৎকার/টেস্ট প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ভবন (চতুর্থ তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন রমনা ঢাকা এ উপস্থিত হয়ে অনলাইন সাক্ষাৎকার দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অনলাইনে আবেদনের লিংক: https://forms.gle/GbRHxQRww7kkyLus9
My Bangladesh
সালাম নিবে ভাইয়া আমি জডানে কিভাবে যাবো ইটু কষ্টে বলতে পারবেন আমার পাস্টপোট আছে যোগাযোগ করবো
01820304378 এই টা আমার নাম্বার
পাসপোর্ট আছে আমি যেতে চাই ০১৭০৬২৭৭০০৪!
সালাম নিবেন স্যার আমি অনেক দিন ধরে ইন্টারভিউ দিতেছি বাট আমাকে নিতেছে না।। আমি ইন্টার পাস করছি।। আমি কোলেটি যেতে চাই।।
আমি জডান যেতে চাই
বোয়েসেল ভিজিট করুন।
আসসালামু আলাইকুম.. ভাইয়া আমি জর্ডান যেতে চাই আমার বেবিকে নিয়ে ওর বয়স ১৪ মাস।।কত টাকা খরচ পরবে?
খরচ নামে মাত্র। সার্কুলার হলেই ট্রাই করুন।
আসসালামু আলাইকুম স্যার আমি সাদিয়া আমি যেতে চাই, আর হইতো কিভাবে যাব কোথায় যাব এ বিষয়ে আইডিয়া নাই যদি আমাকে একটু হেল্প করতেন কিংবা জানাইতেন তাহলে হয়তো যেতে পারি আমার পাসপোর্ট আছ,,,,৷
পাসপোর্ট রেডি রাখুন। সার্কুলার হলেই আবেদন এবং সাক্ষাত করুন।
আসসালামু আলাইকুম
আমার নাম মোঃ আলাউদ্দিন
চট্টগ্রাম বিভাগ থেকে বলতেছিলাম
আমি জর্ডান গার্মেন্টস বিষয়ে যেতে খুব আগ্রহ
আমার বর্তমান চাকরির পদবী মেনটেনেন্স ইনচার্জ ১২ বছর প্লাস জর্ডান গার্মেন্টস পদে যেতে যাচ্ছে অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন
ফোন-01886741212
অনুগ্রহ করে সার্কুলার হলে বোয়েসেল এ সরাসরি যোগাযোগ করুন।
ইলেকট্রিশিয়ান ভিসা পাওয়া যাবে।
যায়।
আমি সিলেট থেকে বলছি আমি জডানে যেতে চাই আমি মেশিন চালাতে পারি আমার পাসপোর্ট নাই
পাসপোর্ট করে নিন আগে।
পাসপোর্ট রেডি রাখুন। সার্কুলার হলেই আবেদন এবং সাক্ষাত করুন।