Jordan Job Circular 2025। স্বল্প খরচে জর্ডানে দক্ষ মহিলা কর্মী নিয়োগের জন্য সরাসরি সাক্ষাতকার?
জর্ডানে যাওয়ার সুযোগ, স্বল্প খরচে আপনি জর্ডানে যেতে পারবেন – বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে জর্ডান যেতে পারবেন – সরকারি ভাবে জর্ডানে গার্মেন্টস কর্মী নিয়োগ ২০২৫
বোয়েসেলের মাধ্যমে কর্মী নিয়োগ ২০২৫ – বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বোয়েসেলের কোন এজেন্ট/ সাব এজেন্ট/ দালাল বা প্রতিনিধি নেই। স্বল্প খরচে সরকারি ভাবে জর্ডানে গার্মেন্টস এ দক্ষ মহিলা কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার নেয়া হবে। যেহেতু থার্ড পার্টি জড়িত নয় তাই কম খরচে ফেয়ারভাবে বিদেশ যাওয়া যাবে।
বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ কি পরিমাণ হবে? নির্বাচিত মহিলা মেশিন অপারেটরদের মেডিক্যাল ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা এবং ফিঙ্গার প্রিন্ট বাবদ ২২০/- (দুইশত বিশ) টাকা । উল্লিখিত পরিমাণ ব্যাতিত অন্য কোথাও কোন প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই।
সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে? (১) ৪ (চার) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (২) মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ০১ (এক) সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি (৩) বর্তমান অফিসের পরিচয়পত্র / হাজিরা কার্ড (৪) শিক্ষাগত / অভিজ্ঞতার সনদ (যদি থাকে) । এসব কাগজপত্র নিয়েই দেখা করতে হবে।
মহিলা মেশিন অপারেটর (Female Machine Operator) পদে লোক নেয়া হবে / মাসিক মূল বেতন ১২৫ জেডি অর্থাৎ যেখানে 1 JD = 149 taka
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সরকারের আনুষ্ঠানিক উদ্যোগে জর্ডানের Classic ফ্যাশন গার্মেন্টস কোম্পানিতে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে। এই নিয়োগে হ্যান্ড স্যান্ডিং এবং পিপি অপারেটর পদে সর্বমোট ২০ জন পুরুষ কর্মী নেওয়া হয়েছে। প্রার্থীদের বয়স ২৫ থেকে ৩৮ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তরা তিন বছরের চুক্তিতে কর্মরত থাকবেন, যাদের জন্য ভিসা ও অন্যান্য আনুষাঙ্গিক খরচ নিয়োগকর্তা বহন করবে। আবেদন কার্যক্রম অনলাইন মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং আবেদনকারীদের ১০০ টাকা চার্জ প্রদান করতে হয়েছে। বোয়েসেল জানায়, নির্বাচিত কর্মীদের জন্য বীমা, সার্ভিস চার্জসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে। আবেদন করার শেষ তারিখ ছিল ১৮ সেপ্টেম্বর, ২০২৫। এই উদ্যোগের মাধ্যমে দক্ষ শ্রমিকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা যাচ্ছে। এতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সক্রিয় ভূমিকা রয়েছে, যা দেশের দক্ষ শ্রমিকদের দক্ষতা অনুযায়ী বৈদেশিক জনশক্তি রপ্তানিতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Caption: Click Here
জর্ডানে চাকরির ক্ষেত্রে কি কি বিষয় মানতে হবে? চাকরির শর্তাবলি
- দৈনিক ৮ (আট) ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ (ছয়) দিন এবং ওভার টাইম (স্বেচ্ছাধীন)।
- চাকরির চুক্তি ৩ (তিন) বৎসর (নবায়ন যোগ্য)।
- নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে।
- চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবে।
- অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
- যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তারা নিয়োগের অনুপযুক্ত হবে ।
- প্রার্থীদের অবশ্যই কমপক্ষে তিনটি (০৩) মেশিন চালনায় পারদর্শী হতে হবে।
- ইতিমধ্যে যারা জর্ডানে ছিলেন তাদের ইন্টারভিউ দেয়ার জন্য উপস্থিত হবার প্রয়োজন নেই ।
সরকারিভাবে জর্ডানে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ: বোয়েসেল-এর মাধ্যমে দুটি কোম্পানিতে সরাসরি সাক্ষাৎকার
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) জর্ডানের দুটি ভিন্ন কোম্পানিতে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগের জন্য সরাসরি সাক্ষাৎকারের আয়োজন করেছে । আগ্রহী প্রার্থীরা আগামী ০৫ ও ০৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন ।
নিয়োগের বিস্তারিত
জর্ডানস্থ ক্লাসিক ফ্যাশন (Classic Fashion) এ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিঃ এবং জিয়া এ্যাপারেল (GIA Apparel) ইন্ডাস্ট্রিজ লিঃ-এর অধীনে মোট ৩০০ জন দক্ষ মহিলা মেশিন অপারেটর নিয়োগ করা হবে । এর মধ্যে ক্লাসিক ফ্যাশন-এ ২০০ জন এবং জিয়া এ্যাপারেল-এ ১০০ জন কর্মী নেওয়া হবে । উভয় পদের জন্য মাসিক মূল বেতন ১৩০ জর্ডানি দিনার ।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি
প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে । জর্ডানসহ বিদেশ ফেরত কর্মীদেরও বিবেচনা করা হবে । বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে । চাকরির চুক্তি তিন বছরের জন্য, যা নবায়নযোগ্য । দৈনিক ৮ ঘণ্টা ডিউটি এবং সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে, পাশাপাশি ওভারটাইমের সুযোগ থাকবে ।
সুযোগ-সুবিধা এবং খরচ
নিয়োগকারী কোম্পানি থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করবে । এছাড়া, চাকরিতে যোগদানের এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরার বিমান ভাড়া কোম্পানিই বহন করবে । নির্বাচিত কর্মীদের বোয়েসেল-এর সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, রেজিস্ট্রেশন ফি এবং জীবন বীমাসহ অন্যান্য খরচও কোম্পানি বহন করবে । তবে, মেডিকেল ফি, পিডিও এবং ফিঙ্গার প্রিন্টের ফি প্রাথমিকভাবে কর্মীদের নিজেদের বহন করতে হবে, যা পরবর্তীতে জর্ডানে পৌঁছানোর পর কোম্পানি ফেরত দেবে ।
আগ্রহী প্রার্থীদের উল্লিখিত কাগজপত্রসহ বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম, মিরপুর, ঢাকা-তে সকাল ৮টায় উপস্থিত থাকতে বলা হয়েছে ।

 
					
							
My Bangladesh
সালাম নিবে ভাইয়া আমি জডানে কিভাবে যাবো ইটু কষ্টে বলতে পারবেন আমার পাস্টপোট আছে যোগাযোগ করবো
01820304378 এই টা আমার নাম্বার
পাসপোর্ট আছে আমি যেতে চাই ০১৭০৬২৭৭০০৪!
সালাম নিবেন স্যার আমি অনেক দিন ধরে ইন্টারভিউ দিতেছি বাট আমাকে নিতেছে না।। আমি ইন্টার পাস করছি।। আমি কোলেটি যেতে চাই।।
আমি জডান যেতে চাই
বোয়েসেল ভিজিট করুন।
আসসালামু আলাইকুম.. ভাইয়া আমি জর্ডান যেতে চাই আমার বেবিকে নিয়ে ওর বয়স ১৪ মাস।।কত টাকা খরচ পরবে?
খরচ নামে মাত্র। সার্কুলার হলেই ট্রাই করুন।
আসসালামু আলাইকুম স্যার আমি সাদিয়া আমি যেতে চাই, আর হইতো কিভাবে যাব কোথায় যাব এ বিষয়ে আইডিয়া নাই যদি আমাকে একটু হেল্প করতেন কিংবা জানাইতেন তাহলে হয়তো যেতে পারি আমার পাসপোর্ট আছ,,,,৷
পাসপোর্ট রেডি রাখুন। সার্কুলার হলেই আবেদন এবং সাক্ষাত করুন।
আসসালামু আলাইকুম
আমার নাম মোঃ আলাউদ্দিন
চট্টগ্রাম বিভাগ থেকে বলতেছিলাম
আমি জর্ডান গার্মেন্টস বিষয়ে যেতে খুব আগ্রহ
আমার বর্তমান চাকরির পদবী মেনটেনেন্স ইনচার্জ ১২ বছর প্লাস জর্ডান গার্মেন্টস পদে যেতে যাচ্ছে অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন
ফোন-01886741212
অনুগ্রহ করে সার্কুলার হলে বোয়েসেল এ সরাসরি যোগাযোগ করুন।
ইলেকট্রিশিয়ান ভিসা পাওয়া যাবে।
যায়।
আমি সিলেট থেকে বলছি আমি জডানে যেতে চাই আমি মেশিন চালাতে পারি আমার পাসপোর্ট নাই
পাসপোর্ট করে নিন আগে।