অডিটর পদে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের নির্দেশাবলী প্রকাশ করেছে সিজিএ। সিজিএ কার্যালয়ের অডিটর পদে যোগদানের জন্য প্রার্থীদের আবেদন করতে হবে। যদি আমি আমার নিয়োগকৃত পদ হতে পদত্যাগ করতে চাই, তাহলে ন্যূনতম ১৪ (চৌদ্দ) দিনের লিখিত নোটিশ দিতে বাধ্য থাকব এবং তা দিতে ব্যর্থ হলে দপরিবর্তে অনধিক ১৪ (চৌদ্দ) দিনের বেতন যা নিয়োগকারী কর্তৃপক্ষ ধার্য করবেন তা সরকারের নিকট জমা দিতে বাধ্য থাকবেন মর্মে অঙ্গিকারপত্র দিতে হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব ভবন। সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
নং- ০৭.০৩.০০০০.০০২.১৭.০০১.২১-৯৩৮ তারিখ : ২২/০৮/২০২২খ্রি.
বিজ্ঞপ্তি
হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ২০/০৮/২০২২খ্রি. তারিখের স্মারক নং- ০৭.০৩.০০০০.০০২.১৭.০০১.২১-৯২৭, তারিখ: ২০/০৮/২০২২খ্রি. এর মাধ্যমে অডিটর পদে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়ােগপত্র ডাকযােগে স্থায়ী ঠিকানা বরাবর প্রেরণ করা হয়েছে। সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীগণকে আগামী ২৪/০৮/২০২২খ্রি. তারিখ হতে ০৭/০৯/২০২২খ্রি. তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে যােগদান সংক্রান্ত তথ্যাদি ও নির্দেশনা অনুসরণপূর্বক হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের প্রশাসন-২ শাখায় যােগদানের জন্য আদিষ্ট হয়ে অনুরােধ করা হলাে। উল্লেখ্য যে, নির্দিষ্ট সময়ের মধ্যে যােগদানের নিমিত্ত নিয়ােগপত্রের ডুপ্লিকেট কপি হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় থেকেও সংগ্রহ করা যাবে।
(মানিক হােসেন)
উপ হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন-২)
ফোন : ২২২২২০৫৪৯
সরকারি চাকরির আবেদন করতে কি কি লাগে । অডিটর পদে নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের নির্দেশাবলী ২০২২: ডাউনলোড