বোয়েসেল নোটিশ বোর্ড ২০২২ । ফিজিতে পুরুষ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

BOESL Job Circular 2023 । ফিজিতে মাসিক ৫০ হাজার থেকে ১ লক্ষ ৫৫ হাজার বেতনে পুরুষ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে – ফিজিতে পুরুষ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বোয়েসেলের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি – বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়) স্থাপিত-১৯৮৪ জরুরি ভিত্তিতে বোয়েসেল-এর মাধ্যমে ফিজি-তে নিয়োগ প্রদানের নোটিশ প্রদান করা হয়েছে।

প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে- প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে। খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে এবং চাকরি শেষে দেশে ফেরৎ আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে; অন্যান্য শর্তাবলি ফিজির শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

বোয়েসেলের প্রধান উদ্দেশ্য হলো স্বচ্ছতার সাথে স্বল্প ব্যয়ে সঠিক কাজে সঠিক কর্মী বিদেশে প্রেরণের মাধ্যমে পারস্পারিক বিশ্বাস স্থাপন, সর্বোৎকৃষ্ট সেবা প্রদান এবং অন্যদের তুলনায় কম ব্যয়ে বিদেশে কর্মী প্রেরণ। বোয়েসেল একমাত্র সরকারি মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান যা বেসরকারি মালিকানাধীন রিক্রটিং এজেন্সির সাথে প্রতিযোগিতা করে স্বল্প ব্যয়ে স্বচ্ছতার সাথে ন্যূনতম অভিবাসন ব্যয়ে বিদেশে কর্মী প্রেরণ নিশ্চিত করে। বোয়েসেল বিদেশী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে স্বল্পতম সময় স্বল্পখরচে স্বচ্ছতার সাথে দ্রুত সেবা প্রদানের মাধ্যমে তাদের সন্তুষ্টির সাথে কাজ করে থাকে।

বোয়েসেলের মাধ্যমে স্বল্প খরচে উচ্চ বেতনে ফিজিতে চাকরি করা যাবে 

অন্যান্য শর্তাবলি ফিজির শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে

বোয়েসেল এর মাধ্যমে ফিজিতে পুরুষ কর্মী নিয়োগ Circular Full PDF Download

ফিজিতে গিয়ে চাকরি করার ক্ষেত্রে শর্তাবলীগুলো দেখে নিন।

  1. চাকুরির চুক্তি ০২ (দুই) বৎসর, নবায়নযোগ্য;
  2. প্রতি সপ্তাহে ৪৫-৪৮ ঘন্টা;
  3. প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে;
  4. প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে;
  5. খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে;
  6. চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে এবং চাকরি শেষে দেশে ফেরৎ আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে।
  7. সম্ভাব্য বিমান ভাড়া ২,২০,০০০-২,৫০,০০০ টাকা

কত তারিখের মধ্যে আবেদন করতে হবে?

আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক (০১) কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি, ড্রাইভার পদের জন্য বৈধ লাইসেন্স এর কপি এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বোয়েসেল হতে প্রদত্ত লিংকে আবেদন করা জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আবেদন লিংক: https://forms.gle/qmZagPLth9a6hMvw6

Jordan Job Circular 2023। স্বল্প খরচে জর্ডানে দক্ষ মহিলা কর্মী নিয়োগের জন্য সরাসরি সাক্ষাতকার?

89 comments

    1. আমি কাজ করতে চাই বিদেশে

      1. আমি যেতে চাই বিদেশে আমার স্কাফোলডারের সাটিফিকেট আছে এগারো বছর ওমানে কাজ করেছি রিগারের সাটিফিকেট আছে ডেইড শেষ হয়ে গেছে আমার নাম্বার 01616452764

    2. আমার কলেজ সার্টিফিকেট আছে ডিগ্রি কমপ্লিট আমি বাইরে আসলাম ছয় বছর এখন আমি বাড়িতে আমি ইউরোপের যে যে কোন দেশে যেতে চাই অনুগ্রহ করে আমাকে জানাবেন01408986689 এটা আমার নাম্বার নিতে চাইলে ফোন দিয়েন বা মেসেজ দিয়েন

    3. আমি আগে বিদেশে ছিলাম, আমি আবার বিদেশ যেতে চাই ফিজিতে আমি রিবার ফোরম্যান কাগজ আছে
      আমি এখন কি আবেদন করবো,,
      01751865327

      আমাকে দয়া করে জানাবেন

      1. অনগ্রহ করে সার্কুলার হলে অনলাইনে ফর্ম পূরণ করুন।

      1. আমি কি ভাবে ফিজিতে আবেদন করব। আবেদনের কোন লিং পাচ্ছি না

        1. আসসালামু আলাইকুম
          আমি পিজিতে যেতে চাই আমি গার্মেন্টস অপারেটর
          ফিজিতে আবেদন করার
          কোন লিংক পাচ্ছিনা
          আমার মোবাইল নাম্বার টা দিয়ে দিলাম
          01641156829

          1. আমি বোয়েসেল মাধ্যমে ফিজিতে যেতে চাই আমি একজন মোটর মেকান এবং অন্যান্য কাজের পারদর্শী আমার সাথে যোগাযোগ নাম্বার ০১৭৯৩৩৫৯৮৮৯

  1. ফিজিতে আবেদন করার কোন লিং পাচ্ছি না

  2. Building Mantanince Post এর কোটা নেই কেনো র্সারকুলারে তো আছে।

  3. ফিজিতে আপ্লিকেশন করা জাইতেসে না কেন

  4. I am Indrajit I am interested I have twelve years of experience I have been working in electrical and plumbing for twelve years in Dubai Amana Company

  5. এটা কেমন লিং দিলেন এখানে কিছু নাই,

  6. ফিজি ইন্টারভিউ কোথায় গিয়ে দিতে হবে, তা উল্লেখ করা নেই,প্লিজ জানান

  7. আমি আবেদন করেছি প্লাম্বার পদে আমার কাজের অভিজ্ঞতা ১৪ বছর রানিং আমি নিজে লোকজন নিয়ে কাজকরি ড্রইং বুঝি এই আবেদনের রেজাল্ট কবে পবো জানাবেন

  8. আমি ফিজিতে যেতে চাই কিভাবে যোগাজক করব
    আমার ফোন নাম্বার ০১৭৭৩২৯৮১৯৫

  9. স্যার আমার বারো বছরের অভিজ্ঞতা আছে আমি দোবাইতে বারো বছর ইলেকট্রিক এবং পালামবার কাজে ছিলাম স্যার ফিজিতে ইলেকট্রিশিয়ান এবং পালামবার কাজে যেতে চাচ্ছি যদি আপনারা একটু হেল্প করেন প্লিজ স্যার

  10. আমিও করতে পারতেছিনা আমি ড্রাইভার পদে আবেদন করতাম

      1. ফর্মতো পুর্ন করেছি কিন্ত কি করে জানবো ?

  11. স্যার , আমি ফিজিতে যাওয়ার জন্য আবেদন করে ছিলাম কিন্তু আমি কি ভাবে বুঝবো । আমি নির্বাচিত হলাম কি হলাম না ? দয়া করে জানাবেন ? ধন্যবাদ ।

    1. বোয়েসেল নোাটিশ বোর্ড দেখুন অথবা কল করে খোজ নিন।

      1. Call করে ছিলাম কিন্তু বলে পরে জানাবে । কিন্তু কিভাবে জানবো স্যার ?

  12. দয়া করে বলবেন ফিজিতে নির্বাচিতদের তালিকা কোথায় দেখতে পাবো স্যার ?

      1. দয়া করে আপনাদের ফোন নাম্বারটা দেন । খোঁজ নেওয়ার জন্য । অনেক উপকার হতো স্যার ?

      2. আপনারা কি ফিজির নির্বাচিতদের নোটিশ দিয়েছেন কি না ?

  13. আসসালামু আলাইকুম স্যার আমি যাব কিন্তু কিবাবে যাব এর প্রসেসিং টা জানাবেন।আর আমার বয়স ৩৫ -৩৬ যোগ্য তা এইচএসসি পাশ।উচ্চ তা ৫ ফুট ৫ ইন্সি।যদি নেন দয়া করে জানাবেন।

    1. অনলাইনে ফর্ম পূরণ করে আবেদন করবেন। পরবর্তীতে সরাসরি সাক্ষাৎকার হবে। ব্যাস এটুকুই।

      1. আমি ইউরোপের যেকোনো দেশে জেতেচাই কাজ করার জন্য। আমি কিবাবে আপনাদের সাহায্য পেতেপারি। আমাকে জানাইবেন।

        1. দু:খিত। ইউরোপে যাওয়ার জন্য আপনাকে প্রথমে বিভিন্ন দেশে ভ্রমণ করতে হবে অথবা কারও স্পন্সর নিয়ে যেতে হবে।

  14. ফিজিতে যেতে কমপক্ষে কত বছর বয়সে যাওয়া যায়?

      1. আমার ফিজি তে আবেদন করা আছে। ফলাফল কবে প্রকাশ হবে???

  15. কোন কোন এজেন্সি ফিজিতে লোক পাঠায়? তথ্য দিলে ভাল হত

  16. নিজের ফ্যামিলির জন্য ভালো কিছু কে যেতে যেতে যাচ্ছি দেশের জন্য আমি দেশের বাহিরে বোয়া ছেলের মাধ্যমে আসসালামু আলাইকুম

  17. Name Md. Shahadat Hossain I am 24 years old I am inter pass my height is 5 feet 5 inches I want to work in graphic design. Please help me give me a chance

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *