বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে – BKKB Job Circular Notice – বাস হেলপার পদে লিখিত পরীক্ষা 2022
বাস হেলপার পদে লিখিত পরীক্ষার নোটিশ – বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বাংলাদেশের সরকারি কর্মচারীদের কল্যাণের জন্য গঠিত একটি সরকারি বোর্ড। এর সদরদপ্তর রাজধানী ঢাকায় অবস্থিত। এই বোর্ডের নেতৃত্বে আছেন মহাপরিচালক ড. নাহিদ রশীদ।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ২০০৪ সালের ২৯ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভকারীরা দিলকুশার ডিপোতে রাখা বোর্ডের ৫৩টি বাস ক্ষতিগ্রস্ত করে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন, ২০১৩ সালে পাসের মাধ্যমে বোর্ডের কার্যক্রম হালনাগাদ করা হয়।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পরিবহন সেক্টর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে ঢাকা মহানগরীতে স্বল্প আয়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের অফিসে যাতায়াতে বিভিন্ন প্রতিকূলতা ও সমস্যার সৃষ্টি হওয়ায় ১৯৭৪ সালে সাবেক কর্মচারী কল্যাণ কমিটির ০২-০৫-১৯৭৪ তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক কল্যাণমূলক কর্মসূচির আওতায় ০১ টি বাস ক্রয় করে স্টফবাস কর্মসূচির প্রবর্তন করা হয়। সরকারি কর্মচারীদের স্টাফবাসে যাতায়াতের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে পর্যায়ক্রমে নতুন গাড়ি ক্রয়ের মাধ্যমে স্টাফবাস কর্মসূচিতে বাসের সংখ্যা বৃদ্ধি করে কার্যক্রম সম্প্রসারণ করা হয়।
বিকেকেবি হেল্পার পদে নিয়োগ ২০২২ / লিখিত পরীক্ষা ১০ সেপ্টেম্বর ২০২২
লিখিত পরীক্ষার অফিস আদেশ জারি
BKKB Bus helper Job Circulars 2022
স্টাফবাস কর্মসূচির বর্তমান অবস্থা ২০২২
১. | স্টাফবাস কর্মসূচি দেশের কোন কোন জেলায় চালু আছে | : | ঢাকা মহানগরী ও বিভাগীয় পর্যায়ে চট্রগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও জেলা পর্যায়ে রাংগামাটিতে স্টাফবাস কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। | |||||||||||||||
২. | স্টাফবাস কর্মসূচির বাসের ধরণ | : | বড় বাস ও মিনি বাস | |||||||||||||||
৩. | স্টাফবাস কর্মসূচির বাসের সংখ্যা | : |
|
|||||||||||||||
৪. | স্টাফবাস কর্মসূচির বাসের রুট | : | ঢাকা মহানগরী, শহরতলী, পাশ্ববর্তী জেলায় ও বিভাগীয় পর্যায়ে ৭৩ টি রুটে স্টাফবাস চলাচল করে। | |||||||||||||||
৫. | যাতায়াতকারী কর্মকর্তা/কর্মচারীর সংখ্যা | : | প্রায় ৭,০০০ জন। | |||||||||||||||
৬. | নির্ধারিত ভাড়া | : | বড় বাসে – প্রতি কিলোমিটার – ০.৬২৫ টাকা ও মিনিবাসে-প্রতি কিলোমিটার -১.২৫ টাকা |
কি কি সেবা কর্মচারী কল্যাণ বোর্ড হতে পাওয়া যায়?
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের কল্যার্থে গঠিত হয়েছে। চিকিৎসা ব্যয়ের অনুদান, শিক্ষা সহায়ক বৃত্তি, বাস সার্ভিস ইত্যাদি সেবা প্রদান করে থাকে। আর্থিক দূরাবস্থায় আর্থিক সহায়তার জন্যও বাংলাদেশ কর্মচারী কল্যান বোর্ডে আবেদন করা যায়।