হিসাবরক্ষণ অফিসের অডিটর বা এজি অফিসের নিরীক্ষক মানেই আমাদের দেশে একটা বড় কিছু। একজন বিসিএস কর্মকর্তা এরপরই আমাদের দেশে কাঙ্খিত চাকরিজীবী হচ্ছে অডিটর। অডিটর পদটি ছোট মনে হলেও পদটির মূল্যায়ন অনেক বেশি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব ভবন সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
www.cga.gov.bd
নং- ০৭.০৩.০০০০.০০২.১৭.০০১.২১-৫৬৩ তারিখ: ১১-০৫-২০২২খ্রি.
বিজ্ঞপ্তি
বিষয়ঃ হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ১১তম গ্রেডভুক্ত “অডিটর” এর শূন্য পদে সরাসরি জনবল নিয়ােগের লক্ষ্যে বিগত ২৮/০১/২০২২খ্রি. তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী।
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ১১তম গ্রেডভুক্ত অডিটর এর শূন্য পদে সরাসরি জনবল নিয়ােগের লক্ষ্যে বিগত ২৮/০১/২০২২খ্রি. তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ নিম্নবর্ণিত রােল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিমােক্ত তারিখ ও সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান: কক্ষ নং ৩২৬(৩য় তলা), হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়, হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত নির্দেশনা ও শর্তাবলী আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে:
(১) মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ০১(এক) ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট/হার্ডকপিসহ বয়স ও | শিক্ষাগত যােগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্রের মূলকপি, স্থায়ী ঠিকানার সমর্থনে জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ ও জাতীয়তা/নাগরিকত্ব সনদ এর মূল কপি প্রদর্শন করতে হবে এবং সকল সনদপত্রের এক সেট ছায়ালিপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়নসহ দাখিল করতে হবে;
(২) মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। MCQ পরীক্ষার জন্য অনলাইনে ইস্যুকৃত প্রবেশপত্রের মূলকপি মৌখিক পরীক্ষার সময় সংগে আনতে হবে। কোন প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে/বিনষ্ট হলে/চুরি হয়ে গেলে http://cga.teletalk.com.bd লিংক হতে পুনরায় ডাউনলােড করা যাবে;
(৩) সরকারি/আধ-সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থায় চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র/অনাপত্তিপত্র/ছাড়পত্রের সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে;
(৪) শারিরীক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূলকপি প্রদর্শণ করতে হবে এবং সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে;
(৫) মুক্তিযােদ্ধার পুত্র/কন্যা এবং পুত্র/কন্যাদের পুত্র/কন্যা হিসেবে যারা আবেদনপত্রে উল্লেখ করেছেন তাদেরকে উহার সমর্থনে নিয়ােগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত অনুসরণীয় শর্তাবলীর ক্রমিক নং-৯ (খ) (viii) এ বর্ণিত তথ্যাদির আলােকে কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং এক সেট ছায়ালিপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়নসহ দাখিল করতে হবে;
(৬) প্রার্থীর স্বাক্ষরযুক্ত এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ০৩(তিন) কপি সদ্য তােলা পাসপাের্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে;
(৭) কোন প্রার্থী উল্লিখিত সনদপত্র/ডকুমেন্ট দাখিল করতে ব্যর্থ হলে তাকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না;
(৮) মৌখিক পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে মােবাইল ফোন/অন্য যেকোন প্রকার যােগাযােগ যন্ত্রসহ প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ এবং হিসাব ভবনে কর্মরত কোন কর্মকর্তা/কর্মচারীর সাথে আলােচনা বা আলাপচারিতায় জড়িত হওয়া যাবে না;
(৯) সংশ্লিষ্ট নিয়ােগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোন শর্তের উল্লেখযােগ্য ত্রুটি-বিচ্যুতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার যে কোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে;
(১০) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
(১১) স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। (১২) কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় এবং সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনাবলী অনুসরণ বা অনিবার্য করণে কর্তৃপক্ষ মৌখিক পরীক্ষার সময়সূচী বাতিল/সংশােধন করার পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে।
(মানিক হােসেন)
উপ হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন-২)
ও
সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি
অডিটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২২ : ডাউনলোড