Temporary Job Ciculars

DOE Job Circular 2023 । পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

পরিবেশ অধিদপ্তরে বিভিন্ন পদে স্থায়ী লোক নেয়া হবে – এটি রাজস্বখাতভূক্ত একটি সরকার প্রতিষ্ঠান – DOE Job Circular 2023

পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্বখাতে অস্থায়ী ভিত্তিতে নিম্নে উল্লিখিত শূন্য পদসমূহ পূরণের জন্য আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://alljobs.teletalk.com.bd/doe বা http://doe.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না

পরিবেশ অধিদপ্তর কি?– পরিবেশ অধিদপ্তর বাংলাদেশ সরকারের একটি পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল অধিদপ্তর। এটি ঢাকা, বাংলাদেশে অবস্থিত। এটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর অধীনস্থ একটি বিভাগ। বর্তমানে ড. আবদুল হামিদ এই অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।

স্টকহোমে জাতিসংঘের হিউম্যান এনভায়রনমেন্ট কনফারেন্স ১৯৭২ এর পর বাংলাদেশ সরকার গণ স্বাস্থ্য প্রকৌশল জলদূষণ নিয়ন্ত্রণ কর্মসূচি চালায় ১৯৭৩ সালে। ১৯৭৭ সালে মাত্র ২৩ জন সদস্যকে নিয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সেল গঠন করা হয় । পরে ১৯৮৯ সালে এ সেল থেকেই পরিবেশ অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। প্রতেকটি কারখানা, প্রকল্প এই দপ্তর হতে অনুমোদন প্রাপ্ত হতে হয়।

পরিবেশ সংরক্ষণ আন্তর্জাতিকভাবে সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে একটি। ক্রমাগত পরিবেশ দূষণের ফলে জলবায়ু পরিবর্তনের কারণে অন্যান্য বিষয়ের সাথে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে, বিশ্বজুড়ে পরিবেশবাদীরা এই এবং অন্যান্য চাপের পরিবেশগত বিষয়ে বিশ্ব নেতাদের দৃষ্টি নিবদ্ধ করার চেষ্টা করেছেন। প্রথম আন্তর্জাতিক সম্মিলিত প্রচেষ্টার মধ্যে একটি ছিলো ১৯৭২ সালে স্টকহোম কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট।

এই প্রচেষ্টাগুলিকে ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে আর্থ সামিটের মাধ্যমে একটি নতুন প্রেরণা দেওয়া হয়েছিল। বৈশ্বিক পরিবেশগত সমস্যায় আক্রান্ত হওয়ার পাশাপাশি বাংলাদেশ স্থানীয় ও আঞ্চলিক সমস্যার শিকার। বাংলাদেশ প্রাকৃতিকভাবে সৃষ্ট এবং মানুষের দ্বারা সৃষ্ট উভয় পরিবেশগত সমস্যার মুখোমুখি। বাংলাদেশের প্রধান পরিবেশগত সমস্যাগুলি অতিরিক্ত জনসংখ্যা এবং দারিদ্র্যের সমস্যাগুলিকে চিহ্নিত করা যেতে পারে। সেগুলো হল: বন উজাড়, পানির ক্রমবর্ধমান গুণমান, প্রাকৃতিক দুর্যোগ, জমির অবক্ষয়, লবণাক্ততা, অপরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিত পয়ঃনিষ্কাশন ও শিল্পবর্জ্য নিষ্কাশন ইত্যাদি। আবেদন লিংক: http://doe.teletalk.com.bd/http://doe.teletalk.com.bd

DOE Job Circular 2023 । লোক নিবে পরিবেশ অধিদপ্তর

DOE Job Circular 2023 ।  পরিবেশ অধিদপ্তর PDF Circular Download

DOE Job Circular 2023 । আবেদন শুরু হবে থেকে হবে । আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী

  1. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://doe.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
  2. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৫ জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০০ ঘটিকা।
  3. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৫ ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
  4. Online আবেদনপত্রে প্রার্থী তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB।
  5. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদন Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা ও যথার্থতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
  6. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
  7. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি (Picture) এবং স্বাক্ষর ( Signature) upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।
  8. সাম্প্রতিক তোলা রঙিনছবি, নির্ভুলতথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। প্রার্থীর প্রবেশপত্রটি সকল পরীক্ষায় (লিখিত/ব্যবহারিক/মৌখিক) অংশগ্রহণের সময়ে প্রদর্শন করবেন।
  9. Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ১-২ নং পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৩০০/- (তিনশত টাকা মাত্র) ও অনলাইন ফি বাবদ ৩৪/- (চৌত্রিশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৩৩৪ /- (তিনশত চৌত্রিশ) টাকা, ক্রমিক ৩-১০ নং পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত টাকা মাত্র) ও অনলাইন ফি বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩ /- (দুইশত তেইশ) টাকা এবং ক্রমিক ১১-১৩ নং পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত টাকা মাত্র) ও অনলাইন ফি বাবদ ১২/- (বার) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২ /- (একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গ্রহণ করা হবে না”।

প্রবেশ পত্র কিভাবে পাওয়া যাবে?

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://doe.teletalk.com.bd অথবা DOE Website:www.doe.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *