Boesl Lebanon Job Notice 2023 । লেবানন এ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

Boesl Lebanon Job Notice 2023 । লেবানন এ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

বোয়েসেলে মাধ্যমে লেবানন যেতে অনলাইনে প্রথমে আবেদন করতে হবে – খুবই অল্প টাকায় বিদেশ যাওয়া যাবে– Boesl Lebanon Job Notice 2023

বিদেশ যাওয়ার সর্বনিম্ন বয়স কত? – ২০-৩৫ বছর হতে হবে। (তিনশত পঞ্চাশ) মার্কিন ডলার লাগবে। লেবানন যাওয়ার কাজে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং উক্ত কাজে পারদর্শী বিদেশ ফেরত কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে।উল্লেখ্য যে, যাদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা নেই তাদের আবেদন করার প্রয়োজন নেই।

লেবানন যেতে কত টাকা লাগবে? নিয়োগকর্তা কর্তৃক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বোয়েসেল-এর নির্ধারিত সার্ভিস চার্জ ৪১৭৮৩/- (একচল্লিশ হাজার সাত শত তিরাশি) টাকা, ভ্যাট ৬২৬৭/-(ছয় হাজার দুই শত সাতষট্টি), বোয়েসেল-এর রেজিস্ট্রেশন ফি ২০০/- (দুইশত), ওয়েজ আর্নার্স কল্যাণ ফি ও ইন্সুরেন্স ফি ৪৭৫০/- (চার হাজার সাতশত পঞ্চাশ), PEPT বাবদ ৩০০০/-(তিন হাজার) টাকাসহ সর্বমোট ৫৬০০০/-(ছাপ্পান্ন হাজার) টাকা সোনালী ব্যাংক, মগবাজার শাখা হতে “বোয়েসেল ঢাকা” নামে একটি পে-অর্ডার বোয়েসেল-এ জমা করতে হবে।

লেবানন সাপ্তাহিক ছুটি কয় দিন? বোয়েসেল লেবানন চাকুরির চুক্তি ০২ বৎসর এবং নবায়নযোগ্য। প্রতিদিন ৮ ঘন্টা কাজ এবং সপ্তাহে ১ দিন বন্ধ থাকবে। খাওয়ার খরচ কর্মীর নিজের, থাকা, চিকিৎসা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যয় নিয়োগকারী কোম্পানি বহন করবে। চাকুরিতে যোগদানের বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। ওভারটাইম, বীমা লেবানন এর শ্রম আইন অনুযায়ী প্রাপ্য হবেন। অন্যান্য বিষয়াদি লেবানন শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

বোয়েসেল-এর মাধ্যমে লেবানন-এর GANT BLANC গার্মেন্টস্ কোম্পানিতে কিছু সংখ্যক দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে

বোয়েসেল-এর মাধ্যমে লেবানন-এ পুরুষ গার্মেন্টস্ কর্মী নিয়োগ করা হবে।

Boesl Lebanon Job Notice 2023 । লেবানন এ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন

Caption: Download Full Circular BD

বোয়েসেল এর মাধ্যমে লেবানন ২০২৩ । ভাল বেতনে চাকরির সুযোগ দিচ্ছে বোয়েসেল

  1. পদের নাম MAN SUIT TAILOR JACKET & TROUSERS
  2. পদের সংখ্যা ০৫টি
  3. বয়স -২০-৩৫ বছর
  4. বেতন/মাস-৩৫০ মার্কিন ডলার
  5. অভিজ্ঞতা- সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং উক্ত কাজে পারদর্শী বিদেশ ফেরত কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে।

বোয়েসেলের মাধ্যমে লেবানন যাওয়ার আবেদনের নিয়ম কি?

আগ্রহী প্রার্থীকে ইংরেজিতে ১(এক) কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি ও অন্যান্য তথ্যাদি পুরণ পূর্বক নিম্নবর্ণিত লিংকে আগামী ১৭.১০.২০২৩ খ্রি. তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন লিংক: https://forms.gle/PVrVsJjgNf9VsLyJA । বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বোয়েসেলের কোন এজেন্ট/ সাব এজেন্ট/ প্রতিনিধি নেই বোয়েসেল কোন নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোন নগদ অর্থ প্রদান করবেন না

দক্ষিণ কোরিয়া বোয়েসেল বিজ্ঞপ্তি ২০২৩ । দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ কবে ছাড়বে? www.boesl.gov.bd 2023 । বিনা খরচে বোয়েসেল-এর মাধ্যমে মালয়েশিয়া যাওয়া যাবে! Jordan Job Circular 2023। স্বল্প খরচে জর্ডানে দক্ষ মহিলা কর্মী নিয়োগের জন্য সরাসরি সাক্ষাতকার?
Russia Job Circular 2023 । বোয়েসেল এর মাধ্যমে রাশিয়া যাওয়ার নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন BOESL Job Circular 2023 । ফিজিতে মাসিক ৫০ হাজার থেকে ১ লক্ষ ৫৫ হাজার বেতনে পুরুষ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি BOESL Jordan Job Circulars 2023 । জর্ডানে চাকরি পেতে দালাল ছাড়া সরাসরি সাক্ষাতকার দিন

BOESL Apply Process 2023 । সরকারি ভাবে স্বল্প খরচে জর্ডানে পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *