ডাক, টেলিযােগাযােগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর অধীনে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড একটি স্বশাসিত প্রতিষ্ঠান সরকারি নিয়মে চললেও এটি পিওর সরকারি চাকরি নয়। বঙ্গবন্ধু হাইটেক সিটি, কালিয়াকৈর, গাজীপুর -এ ০৭.০০ একর জমির উপর ক্লাউড কম্পিউটিং ও জি-ক্লাউড প্রযুক্তিতে ডাটা সেন্টারটি গড়ে তোলা হয়েছে। এটি বিশ্বের ৭ম বৃহত্তম ডাটা সেন্টার যার ডাউন টাইম শূন্যের কোঠায় এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক Uptime Institute থেকে Tier Certification of Operational Sustainability সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে টিয়ার ফোর (Tier-IV) গোল্ড ফল্ট টলারেন্ট ডাটা সেন্টার হিসেবে ডাটা সেন্টারটি প্রতিষ্ঠা লাভ করেছে। এই ডাটা সেন্টার হতে ক্লাউড কম্পিউটিং, ক্লাউড ডেক্সটপ, ক্লাউড স্টোরেজ, ডাটা স্টোরেজ ও ব্যাকআপ, ডাটা সিকিউরিটি ও কো-লোকেশন সার্ভিস প্রদান করা হচ্ছে । ৯৯.৯৯৫% আপটাইম বিশিষ্ট এই ডাটা সেন্টার হতে ২৪×৭ সেবা নিশ্চিতের লক্ষ্যে প্রশিক্ষিত ও দক্ষ জনবল দ্বারা পরিচালিত হচ্ছে। ডাটা সেন্টারটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গত ৩০ ডিসেম্বর, ২০১৯ তারিখে “বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL)” শীর্ষক কোম্পানি গঠনের প্রস্তাবটি মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত হয়। গত ১৬ সেপ্টেম্বর, ২০২০ তারিখে “বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL)” শীর্ষক কোম্পানির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে কোম্পানির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেভাবে চাকরি শেষে পেনশন নেই।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ডাক, টেলিযােগাযােগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিভাগ
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL)
আইসিটি টাওয়ার, প্লট #ই-১৪/এ, আগারগীও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
নং:৫৬.০৬.০০০০.১০১.১৯.০০২.২১.৭১৬ তারিখঃ ২৯ এপ্রিল ২০২২
নিয়ােগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL) এর নিম্নবর্ণিত শূণ্য পদে সরাসরি জনবল নিয়ােগের লক্ষ্যে যােগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছেঃ
০১।১ম থেকে ১ম গ্রেডের বিভিন্ন পদে সরাসরি নিয়ােগের ক্ষেত্রে শিক্ষা জীবনের সকল স্তরে নুন্যতম ২য় বিভাগ/শ্রেণী/ সমমান GPA/CGPA (GPA >= 2.00 এবং CGPA 4.00 এর স্কেলে CGPA = 2.25 এবং CGPA 5.00 এর স্কেলে CGPA >= 3.00) থাকতে হবে এবং ১০ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন পদে সরাসরি নিয়ােগের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা হিসেবে মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/সমতুল্য পরীক্ষায় নুন্যতম ২য় বিভাগ/শ্রেণী/ সমমান GPA (GPA >= 2.00) থাকতে হবে;
০২। বিগত ২৮.১২.২০২০ ইং তারিখ স্বারক নং: ৫৬.০১.০০০০.১১৪.৩৫.০০৪.২০২০-৮৩ এবং ১৯.০১.২০২১ ইং তারিখ স্বারক নং: ৫৬.০১.০০০০.১১৪,৩৫,০০৪.২০২০-১০০- এ প্রকাশিত নিয়ােগ বিজ্ঞপ্তি অনুসরণ করে যে সকল প্রার্থী উপরে বর্ণিত ক্রম নং-১-৪১ পর্যন্ত পদে পুর্বে আবেদন করেছেন তাদের একই পদে পুনরায় আবেদন করার প্রয়োজনীয়তা নেই;
০৩। পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করে “ক্রয় কর্মকর্তা পদে আবেদনকারীদের আবেদন “ব্যক্তিগত কর্মকর্তা” অথবা “নিরাপত্তা কর্মকর্তা পদে বিবেচনা করা হবে এবং উপ-সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল) ও “উপ-সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রনিক্স)” পদে আবেদনকারীর আবেদন উপ-সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রনিক্স/ইলেট্রিক্যল)” পদে বিবেচনা করা হবে তবে তারা বর্তমান বিজ্ঞপ্তি অনুসরণে অন্য পদে নতুন আবেদন করতে পারবে;
০৪। কোন প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোন ডিগ্ৰীকে সমমানের বলে দাবি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বাের্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না;
০৫। যদি কোন প্রার্থী বিদেশী নাগরিককে বিবাহ করে থাকেন অথবা বিবাহ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি আবেদন যােগ্য নন;
০৬। সকল প্রার্থীদেরকে অনলাইনে https://erecruitment.bcc.gov.bd ওয়েব সাইটের মাধ্যমে আগামী ৩০.০৫.২০২২ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে (বিকাল ৫:০০ ঘটিকা) আবেদন করতে হবে;
০৭। প্রার্থীর বয়স নিয়ােগ বিজ্ঞপ্তি জারীর তারিখ পর্যন্ত গণনা করা হবে। বয়স প্রমাণের জন্য এফিডেফিট গ্রহণযােগ্য নয়;
০৮ আবেদনের সময় ২-৮ গ্রেডের ক্ৰেম নং ১-২৭ পর্যন্ত) প্রার্থীদেরকে ১০০০ (এক হাজার) টাকা এবং অন্যান্য গ্রেডের ক্ৰেম নং ২৮-৪১ পর্যন্ত) প্রার্থীদের ৫০০ (পাঁচশত) টাকা বিকাশ/রকেট/নগদ এর মাধ্যমে আবেদন ফি পরিশােধপূর্বক অনলাইন (বিস্তারিত অনলাইন ফর্মে পাওয়া যাবে) আবেদন করতে হবে;
০৯। সরকারী, আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে;
১০। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে BDCCL এর ওয়েবসাইটে (wWw.bdccl.gov.bd) প্রকাশ করা হবে;
১১। মৌখিক পরীক্ষার সময় সকল মূল অথবা সাময়িক সনদ অবশ্যই দাখিল করতে হবে;
১২। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
১৩। নিয়ােগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তির পুলিশ ভেরিফিকেশন ও জাতীয় নিরাপত্তা ভেরিফিকেশন (প্রযােজ্য ক্ষেত্রে) সাপেক্ষে চূড়ান্ত নিয়ােগ প্রদান করা;
১৪৷ নিয়ােগলাভের পর যােগদানের তারিখ থেকে ২ (দুই) বছর শিক্ষানবিশকাল গণ্য করা হবে;
১৫৷ BDCCL এর জনবল নিয়ােগবিধি-২০২২ আলােকে এ বিজ্ঞপ্তি জারী কর হলাে;
১৬। BDCCL কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকে এই নিয়ােগ বিজ্ঞপ্তি সংশােধন/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে এবং নিয়ােগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
কোম্পানি সচিব
বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL)
ফোনঃ ৫৫০০৬৪৪১ (অঃ)
বাংলাদেশ ডাটা সেন্টারে লোক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : ডাউনলোড