চট্টগ্রাম ওয়াসা’র ১৬৫টি শূন্য পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদনের সুযোগ বছরের শেষ দিন পর্যন্ত
চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (চট্টগ্রাম ওয়াসা) রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে নবম গ্রেড থেকে শুরু করে ২০তম গ্রেড পর্যন্ত মোট ২৬টি ক্যাটাগরিতে ১৬৫ জন প্রকৃত বাংলাদেশী নাগরিককে নিয়োগ দেওয়া হবে।
পদের বিবরণ ও যোগ্যতা: ওয়াসার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে:
-
গবেষণা কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা (বিলিং/হিসাব) ও ক্রয় কর্মকর্তা: প্রতিটি পদে ১ জন করে (গ্রেড-৯) নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা সম্মানসহ স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে।
-
কারিগরি পদ: কানুনগো, কম্পিউটার অপারেটর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদের জন্যও আবেদন করা যাবে।
-
সাধারণ প্রশাসনিক পদ: উচ্চমান সহকারী (৩টি), রাজস্ব তত্ত্বাবধায়ক (৩টি), জুনিয়র হিসাব সহকারী (১১টি), অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১০টি) এবং মিটার পরিদর্শক (৮টি) পদ রয়েছে।
-
সর্বাধিক পদ: সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে নিরাপত্তা প্রহরী (৪০টি) এবং অপারেটর (৩৮টি) পদে।
আবেদনের বয়সসীমা: ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া ও ফি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://cwasa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের নিয়মাবলী নিম্নরূপ:
-
আবেদন শুরু: ১২ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০০ টা থেকে।
-
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৫ বিকাল ৫:০০ টা।
-
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা জমা দিতে হবে। তবে অনগ্রসর প্রার্থীদের (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ) ক্ষেত্রে ফি মাত্র ৫৬ টাকা।
নির্বাচন প্রক্রিয়া: কর্তৃপক্ষ জানায়, বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় ডাকা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক এবং প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে চট্টগ্রাম ওয়াসা’র ওয়েবসাইট (www.ctg-wasa.org.bd) এবং প্রার্থীদের মুঠোফোনে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, যারা ২০২২ সালের পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।