প্রথম সচিব নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । বাংলাদেশ মিশনের ইকনমিক উইং-এ ‘ইকনমিক কাউন্সেলর’ ও ‘প্রথম সচিব (ইকনমিক)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি।
প্রথম সচিব বিভিন্ন দূতাবাসে নিয়োগ করা হয় – বাংলাদেশ মিশনের ইকনমিক উইং-এ ‘ইকনমিক কাউন্সেলর’ ও ‘প্রথম সচিব (ইকনমিক)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি – প্রথম সচিব নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রথম সচিব নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অধীন বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনের ইকনমিক উইং-এ ইকনমিক কাউন্সেলর-এর ০২ (দুই) টি ও প্রথম সচিব (ইকনমিক)-এর ০১ (এক) টি পদে কর্মকর্তা নিয়ােগের লক্ষ্যে যােগ্য ও আগ্রহী বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারভুক্ত কর্মকর্তাগণের নিকট হতে সংযুক্ত আবেদন ফরম অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে (যথাযথ কর্তৃপক্ষের অগ্রায়নপত্রসহ) নিমােক্ত বিবরণ ও শর্তাধীনে আবেদনপত্র আহবান করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের এ নিয়ােগে মন্ত্রিপরিষদ বিভাগের ১৮-১২-১৯৯৩ তারিখের মপবি/রির্পোট/বিদেশস্থ/৪(৫)৯৩-১৭৯(১৩) এবং ১১-০৭-২০১৬ তারিখের ০৪.৪১৬.০৮৩.০০.০০.০৩১.২০১০.২২৬ নম্বর সংশােধিত পরিপত্রের বিধানাবলী অনুসরণ করা হবে।
আবেদনপত্র গ্রহণ/বাতিল ও সংরক্ষণসহ নিয়ােগ বিজ্ঞপ্তির যেকোন অংশ পরিবর্তন, পরিবর্ধন ও সংশােধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং নিয়ােগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনকারীকে পূরণকৃত আবেদন ফরম’ এর সফট কপি (সংলগ্নি ছাড়া) মাইক্রোসফট ওয়ার্ড এ ‘নিকস’ ফন্টে ই-মেইলে (admin5@erd.gov.bd) প্রেরণের অনুরােধ করা হয়েছে।
প্রথম সচিব পদে নিয়োগ বিজ্ঞপ্তি / প্রথম সচিব পদে আবেদন সংক্রান্ত
প্রথম সচিব পদে নিয়োগ প্রাপ্তির প্রথম শর্তই হলো সিভিল সার্ভিসের কর্মকর্তা হতে হবে।
Caption: Circular about first Secretary
প্রথম সচিব পদে আবেদনের শর্তাবলী ২০২২
- সকল মন্ত্রণালয়/বিভাগ ও তার অধীনস্থ দপ্তর/সংস্থায় কর্মরত বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারভুক্ত পদে কর্মরত যােগ্য ও আগ্রহী কর্মকর্তাগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আগামী ১০/১০/২০২২ খ্রি: তারিখ বেলা ২:০০ ঘটিকার মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণপূর্বক শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি ও পাসপাের্ট সাইজের ০২ (দুই) কপি সদ্য তােলা সত্যায়িত ছবিসহ সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয় ছি: আ: অনুবিভাগ প্রধান
প্রশাসন ও মধ্যপ্রাচ্য)] বরাবর আবেদন করতে হবে। - নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর এবং যথাযথ কর্তৃপক্ষের দাপ্তরিক অগ্রায়নপত্র ব্যতিরেকে কোন আবেদনপত্র গ্রহণযােগ্য হবেনা। ভুল বা অসম্পূর্ণ তথ্য সংবলিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
- আবেদনকারীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারভুক্ত কর্মকর্তা হতে হবে এবং তাঁর চাকরি স্থায়ী হতে হবে।
- যে সকল কর্মকর্তার সরকারি চাকরির অবশিষ্ট মেয়াদ এই আবেদন গ্রহণের শেষ তারিখ হতে ০৪ (চার) বছরের কম তাঁরা আবেদন করার যােগ্য বিবেচিত হবেন না।
- যে সকল কর্মকর্তা ইতােপূর্বে প্রেষণে বা সরকারি পদে বিদেশে চাকরি করেছেন, তাঁরা চাকরি শেষে দেশে প্রত্যাবর্তনের ০৩ (তিন) বছরের মধ্যে আবেদন করতে পারবেন না। বিদেশে বাংলাদেশ হাইকমিশন/দূতাবাস/কনস্যুলেটের একই পদে বা সমমর্যাদার পদে চাকরি করেছেন এরুপ কর্মকর্তাগণও আবেদন করার যােগ্য বিবেচিত হবেন না।
- ১ জানুয়ারি, ১৯৯২ তারিখের পর জন্মগ্রহণকারী সন্তানসহ যাদের সন্তান সংখ্যা দুইয়ের অধিক তাঁদের আবেদন বিবেচনাযােগ্য হবে না।
যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কি আবেদন করতে হবে?
আবেদন প্রক্রিয়া ২০২২ – আবেদনপত্রে অবশ্যই সন্তান সংখ্যা, নাম ও জন্ম তারিখ উল্লেখ করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত উচ্চ শিক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিগ্রীর সনদপত্রের সাথে উক্ত ডিগ্রীর সমতা সংক্রান্ত যথাযথ মন্ত্রণালয়/ইউজিসি এর প্রত্যয়ন আবেদনের সাথে দাখিল করতে হবে।
বাংলাদেশ মিশনের ইকনমিক উইং-এ ‘ইকনমিক কাউন্সেলর’ ও ‘প্রথম সচিব (ইকনমিক)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি: ডাউনলোড