সরকারি চাকরি এখন সোনার হরিণ হয়ে দাড়িয়েছে। অন্যদিকে প্রতারকদের হার দিন দিন বেড়েই চলেছে। অর্থ নিয়ে চাকরি দেওয়ার কথা বলে চাকরি দেয়নি এমন প্রতারণার মামলা এখন অহরহ হচ্ছে। প্রতারণা থেকে বাচতে তাই সচেতন থাকুন।
বাংলাদেশ নৌবাহিনী
নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি
তরুণের জীবন গঠনের এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ! আপনিও এ সুযোগ গ্রহণ করুন।
বিশেষ বিজ্ঞপ্তি
নৌবাহিনীতে ভর্তির সময় আপনি কি প্রতারিত হচ্ছেন?
আপনি যেভাবে প্রতারিত হতে পারেন
১। প্রতারক চক্র আপনার আশেপাশে আপনাকে ফাদেঁ ফেলার জন্য অপেক্ষা করছে।
২। অবসরপ্রাপ্ত নৌসদস্যরা আপনাকে চাকুরি প্রদানের প্রতিশ্রতি দিতে পারে।
৩। বিভিন্ন ভাবে চাকরিরত নৌসদস্যদের পরিচিতির মাধ্যমে চাকুরি প্রদানের প্রতিশ্রুতি দিতে পারে।
৪। সরকারি/বেসরকারি চাকুরিতে যে কোন ব্যক্তি অবৈধভাবে অর্থ লাভের আশায় আপনাকে চাকুরির জন্য প্রলুব্ধ করতে পারে।
৫। দালাল/প্রতারকরা চাকুরি না হলে টাকা ফেরতের প্রতিশ্রতি দিতে পারে এবং ক্ষেত্র বিশেষে টাকা ফেরত দিয়ে অন্যান্যদের আস্থা অর্জন করতে পারে।
৬। দাদাল/প্রতারকরা আপনার আস্থা অর্জনের জন্য শারীরিক পরীক্ষার নাম করে সামরিক হাসপাতালের ভূয়া মেডিকেল যোগ্যতা সনদপত্র প্রদান করতে পারে।
৭। দালাল/প্রতারকরা নিজেদেরকে সরকারি/রাজনৈতিকবিদ/নৌবাহিনীর কর্মকর্তাদের আত্মীয়/বিশেষ পরিচিত হিসেবে উপস্থাপন করতে পারে।
৮। দালাল/প্রতারকরা আপনাকে প্রভাবিত করতে নিজে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত যেতে পারে এবং বিভিন্ন মাধ্যমে আস্থা অর্জনের চেষ্টা করতে পারে।
৯। স্বাভাবিক ভাবে চাকুরি প্রাপ্তির পরও প্রতারক চক্র নানাভাবে তাদের সংশ্লিষ্টতা প্রমাণ করার চেষ্টা এবং অর্থ দাবী করতে পারে।
১০। স্বাভাবিকভাবে চাকুরি প্রাপ্তির পরও প্রতারক চক্র ছলেবলে কৌশলে যোগদান পত্র হস্তগত করে অর্থ দাবী করতে পারে।
১১। প্রতারক চক্র অনলাইনে আবেদনের ব্যাপারে সবরকম সহযোগিতা করে থাকে এবং মোবাইলে এসএমএস পাবার প্রতিশ্রতি দিতে পারে।
১২। প্রতারক চক্র আপনাকে ভূয়া যোগদানপত্র দিয়ে প্রশিক্ষণ কেন্দ্রে পাঠাতে পারে।
১৩। স্বাভাবিক চাকুরি প্রাপ্তির পর প্রতারক চক্র আপনার নামে ভূয়া কেস দেখিয়ে অর্থ দাবী করতে পারে।
নৌবাহিনীতে চাকরিতে আপনি যেভাবে প্রতারিত হতে পারেন: ডাউনলোড