All Govt Job Circulars

কর্পোরেশন-বোর্ড বা সংস্থা চাকরি । কোন প্রতিষ্ঠানের চাকরি গুলো পেনশনযোগ্য নয়?

সরকারি জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেসরকারি চাকরীর ৫০% সরকারি চাকরী হিসাব গণ্য করে পেনশন এবং গ্র্যাচুইটি প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন – Alamin

বোর্ড বা সংস্থাগুলোতে কি পেনশন আছে? – যেসব প্রতিষ্ঠানের কর্মচারী পেনশন প্রাপ্ত হবেন না। যদি কোন সরকারি কর্মচারী সরকার কর্তৃক নিয়োজিত না হন এবং সরকার কর্তৃক নিয়ন্ত্রিত না হন তবে চাকুরী পেনশনযোগ্যবলে গণ্য হবে না। (আরটিকেল ৩৬২: বিএসআর ২৬০)।

পৌরসভা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরীতে পেনশন আছে? যেহেতু পৌরসভা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরীতে বেতন সরকারি রাজস্ব খাত হতে প্রদান করা হয় না। সুতরাং এটা পেনশন যোগ্য চাকরী নয়। এটি ছাড়া রাষ্ট্রপতির হাউজ হোল্ড এ্যালাউন্স এবং কন্ট্রাক্ট ইসটাবলিস্টমেন্ট এ্যালাউন্স থেকে প্রাপ্ত অর্থে দেয় বেতনের চাকরী পেনশন যোগ্য নয়।

জেলা বোর্ড কর্মচারীদের পেনশন আছে কি? সরকার ৬-৭-৭৭ইং তারিখের এক স্মারক মূলে ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, কুষ্টিয়া, বগুড়া, পাবনা, কুমিল্লা, নোয়াখালি এবং রংপুর জেলাসমূহের স্বাস্থ্য কর্মচারীগণকে তাদের পূর্বের চাকরীর সময় চাকরী জেলা বোর্ডের টাকা সরকারি খাতে জমা দেয়া সাপেক্ষে পেনশন যোগ্য বলেয়া ঘোষণা করেছেন।

সাবেক জেলা শিক্ষা বোর্ড/মিউনিসিপ্যালিটি কর্তৃক নিয়ন্ত্রিত প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত শিক্ষক হিসেবে এক বা একাধিক বিদ্যালয়ের সাকুল্য চাকুরীকাল, অথবা প্রাক্তন জেলা স্কুল বোর্ড/মিউনিসিপ্যালিটি, সরকার কর্তৃক সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষকগণের নিয়মিত অবিচ্ছিন্ন চাকুরীকালের অর্ধেক এবং সরকারিকতৃ পরবর্তী সময়ের পূর্ণ চাকরীকাল যোগ করে পেনশনযোগ্য চাকরীকালের দৈর্ঘ্য গণনা করতে হবে।

কর্পোরেশন বা বোর্ডের রাজস্বখাতভূক্ত পদগুলোতে পেনশন রয়েছে / রাজস্বখাতভূক্ত নয় এমন পদে মাসিক পেনশন ও গ্র্যাচুইটি নাই

এককালীন গ্র্যাচুইটি বা সরকারি প্রতিষ্ঠানের আনুতোষিক একই জিনিস নয়।

বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তালিকা। স্বশাসিত বা সংস্থায় পেনশন সুবিধা নাই

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ । টিসিবিতে কি পেনশন নাই? না। পেনশনযোগ্য প্রতিষ্ঠান নয় যেগুলো দেখুন

  • বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ
  • বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)
  • বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
  • পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষ
  • গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট
  • জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা
  • এনজিও বিষয়ক ব্যুরো
  • স্পেশাল সিকিউরিটি ফোর্স
  • উপ-আঞ্চলিক সহযোগিতা সেল (এসআরসিসি)
  • বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (পিইপিজেড)
  • বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)
  • বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)
  • বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)
  • বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)
  • পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)
  • বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)
  • বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)
  • সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)
  • বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিস্থান (বিআইডিএস)
  • বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড
  • বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)
  • বাংলাদেশ কৃষি গবষেণা ইনস্টিটিউট (বারি)
  • বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)
  • বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)
  • বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)
  • কৃষি তথ্য সার্ভিস (এআইএস)
  • কৃষি বিপণন অধিদপ্তর (ড্যাম)
  • বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)
  • বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)
  • হর্টিকালচার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (হর্টেক্স ফাউন্ডেশন)
  • অধিনস্থ দপ্তরসমূহের তালিকা
  • বাংলাদেশ ট্যারিফ কমিশন
  • বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন
  • রপ্তানি উন্নয়ন ব্যুরো
  • ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ
  • যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মস নিবন্ধক
  • আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের অফিস
  • বাংলাদেশ চা বোর্ড
  • বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট
  • বিজনেজ প্রমোশন কাউন্সিল
  • দি ইনস্টিটিউট অব কস্ট এণ্ড ম্যানেজমেন্ট এক্যাউন্টস অব বাংলাদেশ
  • দি ইনস্টিটিউট অব চার্টাড এক্যাউন্টস অব বাংলাদেশ
  • ইনস্টিটিউট অব চার্টাড সেক্রেটারীজ অব বাংলাদেশ
  • উপজেলা পরিষদ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
  • বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)
  • বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)

অনেক বোর্ড বা কর্পোরেশনে তো পেনশন আছে তাই নয় কি?

১-৭-৭৩ ইং তারিখের পর হইতে যে সকল অবসরপ্রাপ্ত শিক্ষক ইতিপূর্বে পূর্বের নিয়মে কেবলমাত্র গ্র্যাচুইটি গ্রহণ করিয়াছেন, তাঁহারাও পেনশন গ্র্যাচুইটি পাইতে পারেন। তবে প্রাপ্য অর্থ হইতে পূর্বে গৃহীত গ্র্যাচুইটির টাকা বাদ দিতে হইবে। যে সকল অবসরপ্রাপ্ত শিক্ষক ইতিপূর্বে গ্র্যাচুইটি গ্রহণ করিয়াছেন এবং মৃত্যৃবরণ করিয়াছেন তাঁহাদের ক্ষেত্রে নতুন নির্দেশ প্রযোজ্য হইবে না। ১-৭-৭৩ ইং তারিখের পর হইতে যে সকল অবসরপ্রাপ্ত শিক্ষক ইতিপূর্বে পেনশন, গ্র্যাচুইটি কিছুই গ্রহণ করেন নাই এবং মৃত্যুবরণ করিয়াছেন, তাঁহাদের ক্ষেত্রে পারিবারিক পেনশন প্রযোজ্য হইবে। এইভাবে সরকার তাহার কর্মচারীদের অবসরকালীন সময়ে যাহাতে সুস্থ্য সুন্দর অবসর জীবন অতিবাহিত করিতে পারেন তাহার সুব্যবস্থা করিয়া থাকেন। বোর্ড বা কর্পোরেশনগুলো চাইলে সরকারি নিয়ম অনুসরণ করে পেনশন চালু করতে পারে তবে তাতে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি লাগে এবং প্রতি বছর শর্তপূরণ করতে হয়।

https://bdservicerules.info/%E0%A7%AB-%E0%A7%A8%E0%A7%AA-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *